ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশই যুবক। যুবরাই হচ্ছে দেশের উন্নয়ন-অগ্রগতির অন্যতম অনুঘটক। দেশের এ যাবতকালের সব ধরনের সফল আন্দোলন-সংগ্রামে যুবসমাজের রয়েছে অনন্য কীর্তিগাঁথা। যে কোনো অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে যুবদের বীরোচিত ভূমিকা অদ্যাবধি জাতীয় ইতিহাসে দেদীপ্যমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশ-জাতির গৌরব ও অহঙ্কারের প্রতীক এ যুবসমাজ আজ ভিন্ন চেহারায় দৃশ্যমান।
শনিবার (১১ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশের কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, যুবসমাজের ক্রমবর্ধমান মূল্যবোধের অবক্ষয়, অপরাধ প্রবণতা, অসহিষ্ণুতা, অসামাজিক কার্যকলাপ, সন্ত্রাস, হিপ্পিগিরি, ইভটিজিং সর্বোপরি মাদকাসক্তির মতো ইত্যাকার চরিত্র বিধ্বংসী কার্যক্রমে পশ্চাৎমুখীতায় ধাবিত হচ্ছে দেশ ও জাতি। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী আদর্শের চর্চা ও অনুশীলনের কোনো বিকল্প নেই।
তিনি যুবসমাজকে ইসলামিক যুব ফ্রন্টের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এস এম ফরিদ উদ্দীন বলেছেন, যুবমন হচ্ছে বৈপ্লবিক চেতনাসমৃদ্ধ। ইসলামের ইতিহাসে বড় বড় সাফল্যসমূহও যুবকদের হাত ধরে এসেছে। যুবকদের দ্বারাই সম্ভব অন্যায়-অসঙ্গতি, অসত্য-অসুন্দর, মজলুম-অসহায়জন তথা বঞ্চিত- নিপীড়িতদের পক্ষে সংগ্রামমুখর হয়ে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও শান্তির সমাজ বিনির্মাণ করা।
ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশের আহ্বায়ক মনির হোসাইনের সভাপতিত্বে এবং সচিব এস এম আবু ছাদেক ছিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে আরও বক্তব্য দেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম আখতারী, অ্যাডভোকেট এ এম একরামুল হক, সাংগঠনিক সচিব মুহাম্মদ তরিকুল হাসান লিংকন, ছৈয়দ হাফেজ আহমদ, সহঅর্থ সম্পাদক এম ওয়াহেদ মুরাদ, ইসলামিক ফ্রন্ট নেতা জাকির হোসেন মিয়াজি প্রমুখ।
ইসলামিক যুব ফ্রন্টের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সংগঠনের নতুন সভাপতি হয়েছেন মাওলানা মনির হোসাইন সভাপতি, সাধারণ সম্পাদক এস এম আবু সাদেক ছিটু ও সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান রাব্বি।
মন্তব্য করুন