আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জুলুম-নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে রয়েছে বলে দাবি করেছেন ১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
মঙ্গলবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ক্ষমতাসীনদের সমালোচনা করে মোস্তফা জামাল হায়দার বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সরকার আজ জুলুম-নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। ইনশাআল্লাহ আমরা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের মাধ্যমে সরকারের বিদায় করব।
প্রয়াত শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে দুজন মানুষকে, দুজন নেতাকে দেখেছি যারা দেশের জন্য সত্য উচ্চারণে ছিলেন আপসহীন। একজন আমার নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, আরেকজন জাগপার প্রয়াত সভাপতি মরহুম শফিউল আলম প্রধান। এই দুজনের রুহের মাগফিরাত কামনা করছি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জোবায়ের বলেন, সুশাসন ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অভাবে দেশের পরিস্থিতি ভয়ানক পথের দিকে এগুচ্ছে। এজন্য এই সরকারের আমলাতন্ত্র ও একনায়কতন্ত্র দায়ী।
তিনি বলেন, আজ দেশের প্রয়োজনে কোনো ভেদাভেদ নয়, ঐক্য প্রয়োজন। এই ঐক্যের মাধ্যমে আমরা এই আওয়ামী লীগ সরকারকে বিদায় করব।
সভাপতির বক্তব্যে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান এবং মরহুমা মাতা অধ্যাপিকা রেহানা প্রধান বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। আমিও দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারকে বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক মিয়া মসিউজ্জামান, আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাড. আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলীম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাগপার এই অংশের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ইসলামি ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর অ্যাড. হেলাল উদ্দিন, জামায়াত নেতা কাজী ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, লেবার পার্টির কেন্দ্রীয় নেতা শরিফুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান আব্দুল মান্নান, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন