কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৬:৩৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের মাধ্যমেই সরকারকে পরাজিত করতে হবে : দুদু

জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট শরিক লেবার পার্টি আয়োজিত ‘ধারাবাহিক প্রহসনের নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট শরিক লেবার পার্টি আয়োজিত ‘ধারাবাহিক প্রহসনের নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘গণবিরোধী শক্তি’ আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ বাঁচাতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। এ জন্য আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে। অন্য কোনো দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে- এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বড়-ছোট সব দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে।

বুধবার (২২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট শরিক লেবার পার্টি আয়োজিত ‘ধারাবাহিক প্রহসনের নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে- সে দেশে এখন আর গণতন্ত্র নেই। এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে।

গণফোরামের একাংশের মহাসচিব সুব্রত চৌধুরী বলেন, একটা দানবীয় শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সামনের কর্মসূচিগুলোতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। বাংলাদেশ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অরাজকতার বিরুদ্ধে বিপ্লব করে দেশকে বাঁচাতে হবে। আমরা আবার রাজপথ কাঁপাবো, আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করব।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি। বিরোধী দলের কৌশল, দূরদর্শিতার অভাবে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় বসে আছে। আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না। আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের আন্দোলন করতে হবে।

সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেন, জনবিচ্ছিন্ন এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় রয়েছে। কারণ, বিগত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ভোট না দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের বর্জন-প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে একদফার আন্দোলনকে আরও বেগবান করতে হবে। আগামীতে বাম-ডান, ইসলামী ঘরানার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। এর কোনো বিকল্প নেই।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাগপার একাংশের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মো. শওকত আমিন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জাকির হোসেন, সিনিয়র যুগ মহাসচিব মো. হুমায়ুন কবির, যুগ্ম মহাসচিব শওকত হোসেন চৌধুরী, পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম আসাদ প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের সুতোয় ছেলে-মেয়েদের স্বপ্ন

দল থেকে সুখবর পেলেন বিএনপির ২০ নেতা

একদিনই ইসরায়েলি বাহিনী ‘২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে’

এনআইডি কার্যক্রম সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ : নৌবাহিনী প্রধান

বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন এখনো চালু না হওয়ার কারণ

তাজরীনের আগুনে ঝলসে যাওয়া স্মৃতি, ১৩ বছর পরও শ্রমিকদের আর্তনাদ

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় বাড়বে: অর্থ উপদেষ্টা

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

১০

শুটিং সেটে গুরুতর আহত, প্রযোজকের কথা ভাবলেন শ্রদ্ধা

১১

আঁধারে শেষ ২০ বিঘা সবজি ক্ষেত

১২

বানিয়ে নিন মচমচে ফুলকপির পকোড়া

১৩

মুক্ত আকাশে ফাঁদে আটকা ৯০টি শালিক পাখি

১৪

রামপুরায় ২৮ জনকে হত্যা : অভিযোগ গঠনে শুনানির তারিখ নির্ধারণ

১৫

প্রকাশ্যে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

১৬

দুর্নীতি চাই এবং চাই না এর মধ্যে ফাঁক রয়েছে : দুদক চেয়ারম্যান

১৭

বিয়ে নিয়ে নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট

১৮

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

১৯

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

২০
X