ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেছেন, পাকিস্তানে ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যেই দেশ স্বাধীন হলো, সে দেশে আজ ভোটের মর্যাদা কোথায়?
বুধবার (২২ মে) ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এবিএম রাকিবুল হাসানের সঞ্চালনায় বৈঠকে অংশ নেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ ন্যাপ’র মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বশর আজিজী, হকার নেতা মুহাম্মদ ঈমান উদ্দিন, মুহাম্মাদ নাঈম বিন আবদুল বারী, হকার সংগ্রাম পরিষদের মো. ইমাম হোসেন ভূঁইয়া, আতাউর রহমান রিয়াজ, মোহাম্মদ নেছার উদ্দীন, আতাউর রহমান, আবু শোয়াইব খান প্রমুখ।
মুফতি ফয়জুল করিম বলেন, আজকে দেখছি জনগণের চাকরি না থাকলেও আওয়ামী লীগের ঠিক চাকরি আছে। পদোন্নতি আওয়ামী লীগের কিন্তু জনগণের পদন্নোতি নেই। আওয়ামী লীগ ভালো খায় সাধারণ মানুষ ভালো খেতে ও পরতে পারে না। স্বাধীন দেশে সাধারণ মানুষ ক্ষুধার তাড়নায় সন্তান বিক্রি করে। তবে এই দেশ কিসের জন্য স্বাধীন হয়েছিল?
মন্তব্য করুন