কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকার থেকে পরিত্রাণ চায় জনগণ : আমিনুল হক 

ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ, মানুষ আওয়ামী সরকার থেকে পরিত্রাণ চায়।

তিনি বলেন, সরকার দেশের যে গণতন্ত্র হরণ করেছে, সেটা তারা পুনরুদ্ধার করতে দিতে চায় না। কারণ যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ তাদের ভোট দিবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের ৫টি আসন পাবে কি না সন্দেহ রয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ঢাকার পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আওয়ামী সরকার সারা দেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। ২০১৪ সাল থেকে শুরু করে ২০১৮ সাল, সর্বশেষ ২০১৯ সালের ২৮ অক্টোবরের পরে লাখ লাখ মামলায় বিএনপির ২৫ থেকে ২৭ হাজার নেতাকর্মীকে নির্বাচনের আগে গ্রেপ্তার করেছে। এর উদ্দেশ্য হলো, তারা আমাদের বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে বন্দি রেখে তাদের সে তথাকথিত নাটকীয় ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। এজন্য তারা দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে রয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এই আওয়ামী সরকারের ন্যূনতম কোনো মূল্য নেই।

তিনি বলেন, আওয়ামী সরকার বাংলাদেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে, ভূলুণ্ঠিত করেছে। আজ সাংবাদিকরা কথা বলতে পারে না, মানুষের বাক স্বাধীনতা নেই, সমাজে কেউ সত্য কথা বলতে পারে না। সত্য কথা বললেই তার নামে মামলা হয়ে যায়, চলে অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার।

আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ২০১৪ সালের সেই তথাকথিত নির্বাচন দেখেছে, ২০১৮ সালের রাতের অন্ধকারের ভোট দেখেছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি নাটকীয় ডামি নির্বাচনও দেখেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ২০২৪ সালের ৭ জানুয়ারির যে নির্বাচন সে নির্বাচনে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তার প্রমাণ কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি। কারণ এ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে, তারা আর আওয়ামী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সভাপতি শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হান্নান খানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, সাংবাদিকদের লিখার স্বাধীনতা নেই, মানুষের বাকস্বাধীনতা নেই। মানুষের মৌলিক চাহিদাগুলো আজ ভূলুণ্ঠিত।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মুক্ত করতে রাজপথে নামতে হবে, ঢাকার রাজপথে রক্ত-গোলাপের পাপড়ি ছড়াতে হবে। তবেই এ দেশে আন্দোলন সফল হবে। খালেদা জিয়া মুক্ত হবে, তবেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।

এ সময় অনুষ্ঠানে চাঁদপুর জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল লিটু তালুকদার, ঢাকা মহানগর উত্তর মহিলাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনসহ বিএনপি ও তাঁতীদল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

জাহেলি যুগ আর ফিরে আসবে না : ধর্ম উপদেষ্টা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

১০

সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর : প্রধান বিচারপতি

১১

জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্তের টানাপোড়েনে শেষ হলো কপ সম্মেলন

১২

ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

১৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

১৪

রেকর্ডে মোড়া দুই দিনের অ্যাশেজ নাটক

১৫

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির পোপা মাছ

১৬

শিক্ষার মান উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে : শ্রাবণ

১৭

মাহিকে রিজেক্ট করেছিলেন জায়েদ খান

১৮

ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ

১৯

ফ্যাসিস্ট বিদায়ের পরও নতুন ষড়যন্ত্র চলছে : ফারুক

২০
X