ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ও মানুষের ক্ষতির দায়ভার ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র কোনোভাবেই এড়াতে পারেন না।’
তিনি বলেন, ‘একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর অবহেলা ও অযোগ্যতা প্রমাণ করে তারা দেশ ও জনগণের চেয়ে কীভাবে আগামীবার পুনরায় ক্ষমতায় যাবে তা নিয়ে ব্যস্ত। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।’ রোববার (২৩ জুলাই) এক বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ও চিকিৎসায় সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলো চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে ২০০০ সালে ডেঙ্গু রোগী প্রথম শনাক্ত হয় ঢাকায়। বর্তমানে তা ৫৯টি জেলায় ছড়িয়ে পড়েছে। ২০১৮ সালে আক্রান্ত শতভাগ রোগীই ছিল ঢাকায়। কিন্তু বর্তমানে প্রায় ৫০ ভাগ আক্রান্ত রোগী ঢাকার বাইরের জেলায়। যেভাবে সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে, তা বলার অপেক্ষা রাখে না।’
তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থবছরে ঢাকার দুই সিটির জন্য ১০২ কোটি এবং ২২-২৩ অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ করলেও তার কোনো প্রভাব পড়েনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি।’
আরও পড়ুন : ডেঙ্গু নিয়ে ডব্লিউএইচওর হুঁশিয়ারি
পীর সাহেব বলেন, ‘বর্তমান ডেঙ্গু মারাত্মাক আকার ধারণ করেছে। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। সরকার নীরবে সব দেখছে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সিটি করপোরেশন ও সরকার গুরুত্ব দেয়নি, ফলে আজ সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।’
মন্তব্য করুন