বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রোমে বাংলাদেশিদের জন্য পৃথক মুসলিম কবরস্থানের উদ্যোগ

রোমের প্রিমাপর্তা কবরস্থান পরিদর্শন করেন বাংলাদেশি রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক (বাম থেকে ৩য়)। ছবি : সংগৃহীত
রোমের প্রিমাপর্তা কবরস্থান পরিদর্শন করেন বাংলাদেশি রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক (বাম থেকে ৩য়)। ছবি : সংগৃহীত

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি মুসলিমদের জন্য একটি পৃথক কবরস্থান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এ বিষয়ে তিনি রোমের মেয়রের সঙ্গে আলোচনা করেছেন এবং ইতিবাচক আশ্বাসও পেয়েছেন।

এর অংশ হিসেবে রাষ্ট্রদূত সম্প্রতি রোমের প্রিমাপর্তা কবরস্থান পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আসিফ আনাম সিদ্দিক। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের পক্ষে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও রোমের ৯ নং মিউনিসিপিও-এর সাবেক কাউন্সিলর এসএম সাইফুল ইসলাম এবং তরপিনাত্ত্বার মুসলিম সেন্টার (টিএমসি)-এর সেক্রেটারি মো. মশিয়ার রহমান মিন্টু।

এ সময় রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক প্রবাসী বাংলাদেশিদের আশ্বস্ত করে জানান, তিনি রোমের মেয়রের সঙ্গে আরও আলোচনার মাধ্যমে মুসলিম কমিউনিটির জন্য একটি পৃথক কবরস্থান প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন, এটি বাস্তবায়িত হলে মুসলিম অভিবাসীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হবে।

প্রসঙ্গত, ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের ২০২৪ সালের সমীক্ষা অনুযায়ী, বর্তমানে দেশটিতে বৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা প্রায় এক লাখ ৯২ হাজার ৬৭৮ জন, যা বিদেশি সম্প্রদায়ের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্ত করলে এই সংখ্যা ২ লাখেরও বেশি হতে পারে। মুসলিম জনগোষ্ঠীর ভিত্তিতে বাংলাদেশিরা ইতালিতে তৃতীয় অবস্থানে রয়েছে, যেখানে আলবেনিয়া ও মরোক্কো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।

শুধু রাজধানী রোমে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন, যেখানে বাংলাদেশিরা সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন। রোমে মোট বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশি বৈধ অভিবাসী সংখ্যা ৩৪ হাজার ৪৮৩ জন। অবৈধসহ বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এ পরিস্থিতিতে রোমে মুসলিমদের জন্য পৃথক কবরস্থানের অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকার বরাদ্দকৃত কবরস্থানে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে মুসলিমদের দাফন করা হচ্ছে।

বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মনে করছেন, পৃথক কবরস্থান প্রতিষ্ঠিত হলে এটি শুধু ধর্মীয় অনুভূতির সম্মান জানাবে না, বরং এটি প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন হিসেবেও বিবেচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধর্ম অবমাননা’ নিয়ে কোহিনুর কেমিক্যালের বক্তব্য

স্টেট ইউনিভার্সিটিতে মাইক্রোপ্লাস্টিক ও স্বাস্থ্যঝুঁকি সেমিনার

রাজশাহীতে নারী উত্ত্যক্তকারী ৪ যুবকের খোঁজে পুলিশ

রানা প্লাজা ধসের ১২ বছর / নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার দাবি

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে জুলকারনাইনের স্ট্যাটাস

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন

‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে’

বালু উত্তোলনে হুমকির মুখে ৫০ কোটি টাকার সেতু

অনিয়ম-দুর্নীতি তদন্তে ১৫ বিচারকের নথি তলব

১০

এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুই নতুন ডিএমডি

১১

অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে : তারেক রহমান

১২

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ বড় সিদ্ধান্ত

১৩

পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, ভারত ছাড়ার নির্দেশ

১৪

জনগণের প্রতিনিধির সরকার হওয়া জরুরি : আমির খসরু

১৫

মুরাদনগরে শ্রমিক নেতার মুক্তিতে আনন্দ মিছিল

১৬

মোহাম্মদপুরে খাল দখল করে নির্মিত ভবন গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন

১৭

ডিপিএল ঝলকে বিজয়ের টেস্ট প্রত্যাবর্তন

১৮

ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ বিরাজ করছে : শিবির সভাপতি

১৯

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ব্যাংকের ১০ কোটি টাকা ফ্রিজ

২০
X