সৌদি আরবে মোহাম্মদ আলী (৫০) নামের এক বাংলাদেশি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ৩১ জুলাই দেশটির আবহা প্রদেশে মাইাইলে এ ঘটনা ঘটে। এক মাস পার হয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি।
নিখোঁজ সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর চট্টগ্রাম জোলার লোহাগাড়া উপজেলাধীন পুঠিবিলা ইউনিয়নের ৫নং ওর্য়াড়ের জি. এম সিকদার পাড়ার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ জুলাই রাতে আবাহা মাহাইল আছির শহরে দোকানের ভেতরে কাজ করছিলেন তিনি। দোকান ও বাসা এক জায়গায় হওয়ায় সবাই মনে করেছিলেন মোহাম্মদ আলী (৫০) দোকানে আছেন। সকালে কর্মচারীরা দোকানে গেলে পেছনের দরজা খোলা দেখতে পায়। কিন্তু ওনি দোকানে নেই। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রবাসী বন্ধু মোহাম্মদ আলমগীর জানান, দোকানে মোবাইল রেখে খালি হাতে কাউকে কিছু না জানিয়ে সে কোথাও চলে গেছে নাকি কেউ উঠিয়ে নিয়ে গেছে এখনও পর্যন্ত জানা যায়নি। এক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত মোহাম্মদ আলীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
যদি কেউ মোহাম্মদ আলীর সন্ধান পায় তাহলে 0508607902 (মো. আলম গীর) ও 0501703662 (মে. ছৈয়দ হোসেন) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন