কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ
অক্টোবর

রেমিট্যান্স পাঠানোতে শীর্ষে যেসব দেশের প্রবাসীরা

অক্টোবরে রেমিট্যান্স পাঠানোতে শীর্ষে যেসব দেশের প্রবাসীরা
ছবি : সংগৃহীত

গত অক্টোবর মাসে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি আরবের প্রবাসীরা। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত অক্টোবর মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে- যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। আর সংযুক্ত আরব আমিরাত থেকে ২৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার, মালয়েশিয়া থেকে ২৭ কোটি ৯৯ লাখ ৯০ হাজার, যুক্তরাষ্ট্র থেকে ১৯ কোটি ২৩ লাখ ২০ হাজার, ওমান থেকে ১৬ কোটি ২০ লাখ ৬০ হাজার, ইতালি থেকে ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার, কাতার থেকে ১২ কোটি ৬৮ লাখ ২০ হাজার, কুয়েত থেকে ১২ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ও সিঙ্গাপুর থেকে ১০ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অক্টোবর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ১৪ কোটি ৮৮ লাখ ডলার বা ১০.১৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১২১ কোটি ১৭ লাখ ডলার বা ১৩ দশমিক ৫৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ৮৯৩ কোটি ৭১ লাখ ডলার।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের শেষ সময়ে একসঙ্গে জায়েদ-ফারিয়া

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বললেন স্বামী

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত 

ছাত্রশিবিরের নতুন সভাপতি কে এই সাদ্দাম?

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার 

ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

কাপ্তাই হ্রদে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

জিয়া উদ্যানের পথে তারেক রহমান

১০

সিলেটের ব্যাটিং দিয়ে শুরু হল বিপিএলের দ্বাদশ আসর

১১

বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাইল্যান্ড

১২

ঢক ঢক করে পানি খান? এই অভ্যাস বদলালে যেসব উপকার পাবেন

১৩

টাক পড়ার সঙ্গে কি হার্টের অসুখের কোনও যোগ আছে? যা বলছে বিজ্ঞান

১৪

বিপিএল উদ্বোধনে প্রয়াত হাদির প্রতি এক মিনিট নীরব শ্রদ্ধা

১৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

১৬

বক্সিং ডে টেস্টে উইকেটের বন্যা, প্রথম দিনেই এগিয়ে অস্ট্রেলিয়া

১৭

নিখোঁজ সেই বাবা-ছেলের মরদেহ উদ্ধার

১৮

লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন 

১৯

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভের কারণ জানা গেল

২০
X