

সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজের ২৫ ঘণ্টা পর হাওর থেকে হানিফ মিয়া (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাউটি বিল হাওর থেকে স্থানীয়রা জাল ফেলে তার মরদেহ উদ্ধার করে।
নিহত হানিফ মিয়া উপজেলার চানপুর খেয়াঘাট গ্রামের মন্তাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হানিফ মিয়া গরু নিয়ে রাউটি বিলের কাড়ার পাড়ে ঘাস খাওয়াতে যান। দিনভর তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যায় তার স্ত্রী হাওরে গিয়ে গরুটি পেলেও তার স্বামী হানিফ মিয়াকে পাননি। পরে তিনি গ্রামের বাসিন্দাদের বিষয়টি জানান। গ্রামের লোকজন মসজিদের মাইকে নিখোঁজের ঘোষণা দেওয়া হয়। রাতভর খোঁজাখুঁজির পর শুক্রবার সকাল ৮টায় স্থানীয়রা বিলে জাল ফেলে তার লাশ উদ্ধার করেন।
এরপর পুলিশকে সংবাদ দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ কালবেলাকে বলেন, কী কারণে ওই কৃষকের মৃত্যু হয়েছে তা আমরা খতিয়ে দেখছি। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন