কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

আলী রীয়াজের পদত্যাগ দাবি নিউইয়র্ক বিএনপির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের পদত্যাগ দাবি করেছে বিএনপির নিউইয়র্ক স্টেট শাখা। জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলী রীয়াজ অতীতে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি স্টেট ডিপার্টমেন্টে বিভিন্ন প্যানেলে আলোচনায় দলটির পক্ষ সমর্থন করেছেন।

গিয়াস আহমেদ বলেন, ফ্যাসিবাদী আমলে দীর্ঘ ১৫ বছর ধরে ‘৭১-এর চেতনায়’, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণকে সাথে নিয়ে অবিচল সংগ্রাম চালিয়ে এসেছে। লাখ লাখ মিথ্যা মামলা, জেল-জুলুম, ‘আয়না ঘর’ এবং ‘ক্রসফায়ার’-এর মুখেও তারা মাথানত করেননি।

তিনি বলেন, ৫ই আগস্ট, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগের সপ্তাহে, পাঁচজন ছাত্র সমন্বয়ক ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে আদালতের সিদ্ধান্তে কোটা সংস্কার মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছিলেন। কিন্তু তারেক রহমান প্রবাসী নেতৃবৃন্দ ও বাংলাদেশের সকল বিএনপি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। ফলে ছাত্রজনতা, শ্রমজীবী মানুষ, রিকশাচালক, গার্মেন্ট শ্রমিক, দেশপ্রেমিক সাংবাদিক-সব শ্রেণি-পেশার মানুষ একযোগে আন্দোলনে যোগ দেন, এবং শেষ পর্যন্ত খুনি হাসিনা দেশত্যাগে বাধ্য হন।

তিনি আরও বলেন, যে লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আজ সেই গণতান্ত্রিক স্বপ্নকে ভূলুণ্ঠিত করার জন্য জামায়াতের সহযোগিতায় অন্তর্বর্তী সরকার চক্রান্ত করছে। প্রায় এক বছর ধরে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করেছিল। কিন্তু হঠাৎ করেই এই সরকার জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য, এবং বিনা ভোটে দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত উপেক্ষা করে সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় গণভোটের মাধ্যমে পরিবর্তনের চক্রান্ত করছে, যেখানে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দেওয়া হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংশোধন সাধারণত সংসদে বিশেষজ্ঞ কমিটির আলোচনার মাধ্যমে হয়। কিন্তু রাজনৈতিক দলগুলোর অজান্তে এই অন্তর্বর্তী সরকারের গোপন পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়া বানচালের ইঙ্গিত দিচ্ছে। এটি প্রমাণ করে-তারা জামায়াতের সহযোগিতায় ভোটবিহীন ক্ষমতা দখলের চেষ্টা করছে। ইতোমধ্যেই এই সরকারের দুর্নীতি, তদবির-বাণিজ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, বিদেশি বিনিয়োগের অভাব এবং গার্মেন্ট শিল্পের সংকট দেশকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগের পতিত দোসররা এখনো প্রশাসনে বসে দিল্লির ইশারায় কাজ করছে। সরকারের উপদেষ্টাদের অযোগ্যতা ও ব্যর্থতা আজ দৃশ্যমান বাস্তবতা।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সদস্য ড. আলী রিয়াজ অতীতে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন প্যানেল আলোচনায় আওয়ামী লীগের পক্ষ সমর্থন করেছেন। আমি নিজেও একাধিক প্যানেলে অংশগ্রহণ করেছি, যেখানে তার অবস্থান সুস্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট ছিল। তিনি আজ ‘ঐকমত্য’র নামে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে করছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।

বিএনপির অবস্থান তুলে ধরে গিয়াস আহমেদ বলেন, বিএনপি বরাবরই বলেছে-ঐকমত্যের বিষয় নিয়ে গণভোট হবে নির্বাচনের দিনেই, একইসঙ্গে। আমেরিকাসহ অনেক গণতান্ত্রিক দেশেও এমনটি প্রচলিত। যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি, তা নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি নির্বাচন হয়, তাহলে তার আগে আরেকটি গণভোটের আয়োজন করতে হাজার কোটি টাকা ব্যয় হবে, যা একই দিনে সম্পন্ন করা সম্ভব। কিন্তু ঐকমত্য কমিশন জামায়াতের নির্দেশে সংবিধান পরিবর্তনের তাড়াহুড়ো করছে-যা আসলে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র। যা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকারের শামিল। তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় না, কারণ জামায়াতের অতীত ইতিহাসই তা প্রমাণ করে।

তিনি আরও বলেন, এই জামায়াত বরাবরই দেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে- ১৯৪৭ সালে মুসলমানদের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছিল। ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে গণহত্যা, ধর্ষণ ও লুটপাট চালিয়েছিল। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের সঙ্গে আঁতাত করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগের সাথে স্বৈরাচার এরশাদের সংসদে গিয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক স্বার্থে বারবার জোটবদল করে জাতিকে বিপথে নিয়েছে। আজও তারা জনগণের ভোটাধিকার হরণে সক্রিয় ষড়যন্ত্র চালাচ্ছে।

তারেক রহমানের নিরাপত্তা ও প্রত্যাবর্তন প্রসঙ্গে গিয়াস আহমেদ বলেন, এই অন্তর্বর্তী সরকার তারেক রহমান যাতে দেশে ফিরে না আসতে পারেন, সেই উদ্দেশে পরিকল্পনা করছে। অতীতে আওয়ামী লীগ সরকার তাকে হত্যার জন্য একাধিকবার চক্রান্ত করেছে। তবুও বর্তমান সরকার এখনো পর্যন্ত তার দেশে ফেরার নিরাপত্তা বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নিশ্চয়তা দেয়নি। বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি এজেন্সি তাকে নিরুৎসাহিত করছে। ১/১১-এর অবৈধ সরকার অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করেছিল। দুর্নীতির কোনো প্রমাণ না পেয়ে জোর করে তাকে দেশত্যাগে বাধ্য করা হয় এবং রাজনীতি না করার মিথ্যা প্রতিশ্রুতি আদায় করা হয়েছিল। বর্তমান আদালত ইতোমধ্যে প্রমাণ করেছে- হাসিনা সরকারের দেওয়া মামলাগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য জোর দাবি জানাচ্ছি। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যেমন ১/১১ এবং খুনি হাসিনার বিরুদ্ধে প্রবাস থেকে আন্দোলন করেছি, তেমনি আজও আমরা একইভাবে সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকার বাতাস কতটা বিষাক্ত?

আজ জেলহত্যা দিবস

নামাজে দাঁড়ালেন বাবা, কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

প্রতিদিন সকালে আমলকী খাওয়ার জাদুকরী গুণ জানলে অবাক হবেন

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল

একাধিক জনবল নেবে ব্র্যাক

নদীতে ভাসছিল হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ

রাজধানীতে আজ কোথায় কী

কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : তানভীর হুদা

১০

অফিসার নেবে ওয়ালটন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

সরকারি চাকরিতে বড় নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়  

১৪

নরসিংদী-৫ আসনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তরুণ নেতা রুহেল

১৫

৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, নিহত ১

১৭

ভিউ বাড়াতে রামদা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের

১৮

বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল ছিল : আমীর খসরু

১৯

নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদনে বিটিসিএ’র উদ্বেগ

২০
X