

অস্ট্রেলিয়ার সিডনিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত। রোববার (২১ ডিসেম্বর) অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে এ জানাজার আয়োজন করা হয়।
জানাজায় ইমামতিত্ব করেন অস্ট্রেলিয়ার উলামা ফাউন্ডেশনের সমন্বয়ক ও ইসলামিক কালচার প্রোপাগেশন সেন্টারের সভাপতি মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম।
এর আগে, এদিন বাদ আছর সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে বিএনপি অস্ট্রেলিয়া শাখার আয়োজনে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যূত্থান পর্যন্ত প্রতিটি গণতন্ত্রকামী আন্দোলনে শহীদদের স্মরণ, মুক্তিযুদ্ধের সহসর্বাধিকানায়ক একে খন্দকার, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুদানে নিহত ছয় সেনাকর্মকর্তা এবং অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীনের মায়ের ইন্তেকালে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
গায়েবানা জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসলাম শহীদ শরিফ ওসমান হাদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন। তিনি শহীদের আত্মার মাগফিরাত ও জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে তিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব গণতান্ত্রিক ও অধিকার আদায়ের সংগ্রামে শরিফ ওসমান হাদি যুগ যুগ ধরে প্রেরণার অনির্বাণ শিখা হয়ে বেঁচে থাকবেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই ইনকিলাব মঞ্চের হাদিকে গুলি করে হত্যা করা ছিল নির্বাচন বানচালের নীলনকশার অংশ। খুনীদের উদ্দেশ্য কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে।
গায়েবানা জানাজায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি, অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি সেলিম লোকিয়ত ও মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সম্পাদক সামাদ শিবলু, কোষাধ্যক্ষ কেএম মঞ্জুরুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, সহসাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ হোসেন ও মুরাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা আবিদা সুলতানা, সহদপ্তর সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেএডসিএফ অস্ট্রেলিয়া মহাদেশ শাখার সদস্য সচিব মো. বাদশা বুলবুল, মফিজুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখার আহ্বায়ক মিঠু বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন