মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১২:২২ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার বিষয়ে ব্যবস্থা নেবে মালয়েশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অভাবের সংসারে হাল ধরতে মালয়েশিয়ায় পাড়ি জমানো শত শত বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার চিত্র ফুটে উঠেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনে (ওএইচসিএইচআর) পাঠানো এক চিঠিতে। এ বিষয়ে দেশ-বিদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে মালয়েশিয়ার সরকার। আর তাই এবার দেশব্যাপী অভিযান পরিচালনা করবে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রী ভি শিবকুমার বলেন, একটি বিষয় নিশ্চিত করতে চাই যে বিদেশি কর্মীরা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। এ ছাড়া প্রতিকূল পরিস্থিতিতে না থাকাসহ যেন ঋণের জালে আটকে না পড়ে সে বিষয়ে বিশেষ নজর রেখে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, দেশে জোরপূর্বক শ্রমের ঘটনা এড়াতে চাই। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ছাড়া আইনের পরিপন্থি যা ঘটে তা এড়াতে চাই।

অভিবাসী অধিকারকর্মী অ্যান্ডি হল সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) অধীন ওএইচসিএইচআরকে লেখা চিঠিতে শ্রমিকদের অবস্থাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি তাদের দরিদ্র জীবনযাত্রার বিশদ বিবরণ দিয়েছেন, যার মধ্যে রয়েছে সংকুচিত নোংরা বাসস্থান, অস্বাস্থ্যকর স্যানিটেশন, সামান্য খাবার খেয়ে জীবন ধারণের চিত্র। কীভাবে তারা গত ১৮ মাস বা তারও বেশি সময় ধরে নিয়োগের অতিরিক্ত ব্যয়ের কারণে ঋণগ্রস্ত হয়ে আছেন, তাও উঠে এসেছে।

অ্যান্ডি হল দাসত্ব, পাচার, অভিবাসী, দারিদ্র্য এবং ব্যবসা ও মানবাধিকারবিষয়ক ওয়ার্কিং গ্রুপ এবং এশিয়া প্যাসিফিকের অভিবাসন ও মানবাধিকারবিষয়ক সিনিয়র উপদেষ্টা পিয়া ওবেরয়ের কাছেও নথিভুক্ত অভিযোগগুলো দাখিল করেছেন। সেখানে তিনি জানান, মালয়েশিয়া সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মী তাদের দেশে রয়েছে।

এই অভিবাসী অধিকার কর্মী বলেন, মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কেস স্টাডি এবং চিঠিপত্রের ভিত্তিতে আমি জরুরিভাবে ইউএনএইচআরসিকে মালয়েশিয়ার পরিস্থিতি সমাধানের জন্য ওএইচসিএইচআরের বিশেষ পদ্ধতির আহ্বান জানাতে চাই।

তিনি বলেন, সরকার স্বীকার করেছে মালয়েশিয়ায় প্রায় আড়াই লাখ কর্মী রয়েছে। যার মধ্যে নিয়মতান্ত্রিক বাধ্যতামূলক শ্রম, আধুনিক দাসত্ব এবং ঋণের বন্ধন রয়েছে। তার মতে, এই ধরনের পরিস্থিতি কীভাবে ঘটতে পারে তা সরকারের খতিয়ে দেখা উচিত ছিল। তাছাড়া অভিবাসী শ্রমিকদের ব্যাপারে তারা যদি আন্তরিক হন তবে অতিরিক্ত শ্রমিক থাকা উচিত নয়।

সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বলেছেন, অভিবাসী কর্মী নিয়োগের বিধিবিধান শিথিল করায় বিভিন্ন খাতে আড়াই লাখের বেশি বিদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে।

একটি নথিভুক্ত মামলার উদ্ধৃতি দিয়ে অ্যান্ডি হল বলেছেন, ৪০০ জন বাংলাদেশি শ্রমিক দেশটিতে শ্রমে জড়িত ছিল, যাদের বর্তমানে থাকার ও খাবারের উপযুক্ত ব্যবস্থা নেই।

তিনি বলেন, তারা সংকুচিত অবস্থায় বাস করছেন এবং স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। একটি ঘরে প্রায় ১৪ জন শ্রমিক আটকে আছে। আমি এই গ্রুপ থেকে ভিডিও পেয়েছি। যে এজেন্ট তাদের এখানে নিয়ে এসেছে তারা প্রত্যেককে ২০০ টাকা করে দিয়েছে, যা তারা খাবার কেনার জন্য খরচ করছে। এটি দিয়ে তাদের বেশি দিন চলবে না।

এই অভিবাসী অধিকারকর্মী বলেন, শ্রমিকদের স্বাক্ষরিত চুক্তি অনুসারে তাদের সম্পূর্ণ মজুরি পাওয়া উচিত এবং তাদের অন্য সহায়তা প্রদান করা উচিত।

তিনি বলেন, শ্রমিকরা ভয়ের মধ্যে বাস করছেন কারণ, তাদের প্রয়োজনীয় নথির অভাব রয়েছে। তাদের বাইরে যাওয়াও ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় শ্রমিকদের ছেড়ে দেওয়া দালাল, নিয়োগকর্তা এবং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে অগ্রহণযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির হাসিনার ১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬

আমি একা থাকতে দারুণ উপভোগ করি: অক্ষয় খান্না

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

প্রকাশ্যে ঘুষ নেওয়া ২ কর্মচারীকে শোকজ

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কাতর্কির কারণ জানালেন ময়মনসিংহের ডাক্তার

সংঘর্ষের পর কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

২ জেলায় নিয়োগ দিচ্ছে টিআইবি

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বায়ুদূষণে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ঢাকা

১০

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

১১

কিছু সহজ টিপসে ঘর থাকবে ঝকঝকে ও পোকামাকড়মুক্ত

১২

হোয়াইট হাউসে ইসরায়েল-কাতারের গোপন বৈঠক

১৩

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার

১৪

ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার

১৫

বরিশাল মুক্ত দিবস আজ / ওয়াপদা কলোনির টর্চার সেল গণহত্যার নীরব সাক্ষী

১৬

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

১৭

আজ রাজধানীর কোথায় কী

১৮

আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল, লিটারে কত

১৯

শৈত্যপ্রবাহ বইছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

২০
X