মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরবর্তী কেলানতান প্রদেশে তিন বাংলাদেশি নির্মাণশ্রমিক কর্মরত অবস্থায় ভূমিধসে মৃত্যুবরণ করায় বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে ক্ষতিপূরণ পেয়েছে নিহতের পরিবার। হাইকমিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃতরা হলেন- জাহেদুল খান (পাসপোর্ট নম্বর A03709379) জেলা- শরীয়তপুর, মো. সাজ্জাদ হোসাইন (পাসপোর্ট নম্বর A05347349) জেলা- শরীয়তপুর ও মনিরুল ইসলাম (পাসপোর্ট নম্বর A03880842) জেলা- পাবনা।
জানা যায়, মৃত ব্যক্তিরা মালয়েশিয়ার Projek: Membina Jalan Dani Kampung Joh Ke Kampung Belimbing, Tanah Merah, Kelantan এর আওতায় কাম্পুং মাকা নামক পাহাড়ি এলাকায় সড়ক তৈরির সময় গত ২ নভেম্বর আকস্মিক ভূমিধসে মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করেন তারা।
পরবর্তীতে ৩ নভেম্বর হাইকমিশনারের নির্দেশনায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল ও মৃতদেহ সংরক্ষিত হাসপাতাল পরিদর্শন করেন।
বিস্তারিত তথ্যানুসন্ধানে জানা যায়, মৃত জাহেদুল খান এবং মৃত মো. সাজ্জাদ হোসাইন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় আসেন এবং মৃত মনিরুল ইসলাম PHN Industry Sdn. Bhd নামক কোম্পানিতে ২০২৩ সালে কলিং ভিসায় মালয়েশিয়ায় আসলেও এপ্রিল মাসে তিনি উক্ত কোম্পানির অজ্ঞাতসারে অন্যত্র চলে যান।
মৃত ব্যক্তিদের নিয়োগকারী কোম্পানির মালিকের সঙ্গে হাইকমিশনের পক্ষ হতে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে মৃত ব্যক্তিদের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা হয়।
আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ গত ৯ নভেম্বর কোম্পানির পক্ষ হতে মৃত ব্যক্তিদের পিতা/মাতা/স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর সম্ভব হয় এবং ক্ষতিপূরণের অর্থ প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগপূর্বক অর্থপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
হাইকমিশন দ্রুত মৃতদেহ দেশে প্রেরণের জন্য সচেষ্ট রয়েছে। মৃত্যুর কারণ সংক্রান্ত ডাক্তারি সনদ, মৃত্যু সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহের মধ্যে মৃতদেহ তার স্বজনদের নিকট পাঠানো সম্ভব হবে বলে বাংলাদেশ হাইকমিশন প্রত্যাশা করছে।
মন্তব্য করুন