

কুয়েত থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে টিকেটের খরচ কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (৬ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার জনাব আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
কুয়েত থেকে একজন প্রবাসীর মরদেহ বাংলাদেশে পাঠাতে আগে টিকেটের মূল্য ছিল ২৫৫ দিনার। এই পূর্বনির্ধারিত মূল্য কমিয়ে বর্তমানে সেটি ১৭৫ দিনার করা হয়েছে।
একই সাথে কুয়েত থেকে চট্টগ্রামে ও সিলেটে একজন প্রবাসীর মরদেহ পাঠাতে টিকেটের আগের মূল্য ছিল ২৭৫ দিনার যা বর্তমানে কমিয়ে ১৯০ দিনার করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক তথ্য অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে সংস্থাটি বিনা ভাড়ায় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে ৮৬১ জন প্রবাসীর লাশ দেশে পাঠিয়ে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। এ বছর কুয়েত থেকে ৯১ জন প্রবাসীর মরদেহ দেশে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মন্তব্য করুন