মালয়েশিয়ায় নির্মাণ সাইটে কাজ করতে গিয়ে মাটি ধসে চাপা পড়ে আইয়ূব হোসেন (৪৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আইয়ুব হোসেন যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর তালসারি গ্রামের মোনসের আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে মালয়েশিয়ার পেনাং শহরে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মশ্বিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন।
নিহতের পিতা মোনসের আলী জানান, ১৬ বছর আগে আইয়ূব হোসেন সংসারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় যায়। বাড়িতে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পেনাং শহরে নির্মাণ সাইটে কাজ করার সময় মাটি ধসে পড়ে। মাটি চাপায় ঘটনাস্থলেই মারা যায় আইয়ূব।
মন্তব্য করুন