কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে ৩ মাসে ১৩ লাখ টাকা আয়, যা বললেন প্রবাসী সাংবাদিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশী অনেকেরই পছন্দের দেশ জার্মানি। ইউরোপের এই দেশটিতে একজন শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি কাজ করে অনেক ভালো ইনকাম করতে পারেন। যারা শ্রমিক ভিসায় সেখানে যান তারাও ভালো ইনকাম করতে পারেন। তবে, অনেকেই সামাজিক যোগাযোগমমাধ্যমে অতিরঞ্জিত করে অনেক সময় তথ্য উপস্থাপন করছেন। এসব অতিরঞ্জিত তথ্য দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।

সম্প্রতি ‘জার্মানিতে ৩ মাসে ১৩ লাখ টাকা আয়’ এমন শিরোনামে একটি ভিডিও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে বলা হয়, ৩ মাসে ১৩ লাখ টাকা আয়, সহজে জার্মান গমন, জার্মানিতে লাখ লাখ শ্রমিক নিচ্ছে।

এ বিষয়ে জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটন বলেন, এসব ভিডিওর সত্যতা যাচাইর জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গত কয়েক দিন ধরে কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের অনেকেই ওই ভিডিওর লিংক পাঠাচ্ছে। আমি কী জানি, এ ব্যাপারে তাদের সহায়তা করতে পারি কি না। প্রথমেই বলব- এখানে যেমন আয়, তেমন ব্যয়। তারপর বলব- ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য অনেকে সত্য-মিথ্যা মিলিয়ে ভিডিও বানাচ্ছে। তবে তারা যা বলছে- তা সব মিথ্যা নয়। জার্মানিতে শ্রমিক ঘাটতি রয়েছে। তবে সেই ক্ষেত্রে শ্রমিকদের দক্ষ হতে হবে এবং জার্মান ভাষা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জানতে হবে। ক্ষেত্র বিশেষ ইংরেজিতে নির্দিষ্ট লেভেল পর্যন্ত জানতে হয়।

তিনি বলেন, অভিবাসী আইন শিথিল করা হয়েছে। তার মানে এই নয়- লিবিয়া রোমানিয়া থেকে অবৈধপথে এসে রাতারাতি অনেক টাকা আয় করবেন। সেই ক্ষেত্রে সঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে এবং প্রমাণ করতে হবে আপনি অভিবাসী হওয়ার যোগ্য। ধরুন, আপনি রহিম নামে অবৈধভাবে এসে বললেন আপনি করিম। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী, হাতের ছাপ নেওয়ার পর যখন দেখবে আপনি করিম না, আপনি রহিম, তখন আপনাকে দেশে পাঠিয়ে দেবে।

তিনি আরও বলেন, হ্যাঁ, এখানে পারিশ্রমিক ঘণ্টা হিসেবে সরকারি ধার্য করা আছে। প্রায় ১৩ ইউরো, সর্বনিম্ন। তবে যারা বৈধভাবে আছে বা আসবেন তাদের জন্য। জার্মানিতে অবৈধভাবে থাকার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। তবে আইনি প্রক্রিয়ার মধ্য থেকেও বাংলাদেশ তথা এই প্রক্রিয়ায় বিভিন্ন দেশের যারা আছেন তারা ঘণ্টায় ৫ বা ৬ ইউরো পায়। যারা এখানে পড়াশোনা শেষ করে কাজ করছেন তারা ৩ লাখ থেকে ৫ লাখ বেতন পান ঠিকই। তাদের আয়ের সিংহভাগ চলে যায় বাড়ি ভাড়ায়।

খান লিটন বলেন, আপনি বা আপনারা যদি কোনো কাজে দক্ষ হন ও জার্মান বা ইংরেজি নির্দিষ্ট লেভেল পর্যন্ত স্কুল থেকে শিখে থাকেন, তাহলে চেষ্টা করুন আসতে বা পড়াশোনার জন্য আসতে। এখানে সরকারি বিশ্ববিদ্যালয় বেতন লাগে না। পড়াশোনা শেষ করলেই ভালো বেতনের চাকরি পাওয়া যায়।

তথ্যসূত্র : সমকাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল না করে জুমার নামাজ পড়া যাবে কি?

প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতা, পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

ভারতে আদালতে তোলা হলো বাংলাদেশি যুবককে

ট্রাম্পের হুঁশিয়ারি, শত শত মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

বিসিবির কার্যক্রমে হতাশ হয়ে পাঁচ দফা দাবি মিঠুন-মিরাজদের

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকরা

ঢাকাসহ যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধিদল, আলোচনা হবে যে ইস্যুতে

১০

ছাগল ধরতে নিচে নামে হিমালয়ান শকুন

১১

চাকরি দিচ্ছে নগদ, থাকছে না বয়সসীমা

১২

শিক্ষিকার ঘরে নিখোঁজ মা-মেয়ের লাশ, যে তথ্য দিল পুলিশ

১৩

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ

১৪

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

১৫

শাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৮ দফা ইশতেহার

১৬

বিপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা, কবে কার ম্যাচ

১৭

১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকলেও আসন পায়নি যে ২ দল 

১৮

তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী 

১৯

দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

২০
X