ইতালিতে সুমন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রাজধানী রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কে একটি গির্জার পেছন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও দূতাবাসের ধারণা মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে সুমন আত্মহত্যা করেছে। বুধবার সকালে এক ইতালিয়ান পথচারী তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খরব দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
জানা গেছে, সুমন কয়েক মাসে আগে ইতালিতে আসেন। তার বাড়ি কুমিল্লার হোমনার চম্পক নগরে। বাবার নাম এ বারিক।
রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী জানান, আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন। পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পাওয়া গেছে। আত্মহত্যার আগে সুমন পরিবারের সঙ্গে কথা বলেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে তদন্ত চলছে।
এদিকে সুমনের আত্মহত্যার ঘটনায় আরেক ইতালি প্রবাসী মুরাদ মহিবুর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার বাড়িও কুমিল্লায়।
তিনি জানান, এক বুক স্বপ্ন নিয়ে সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছিলেন সোনার হরিণ ধরতে! কিন্তু স্বপ্ন আর বাস্তবতা বড়ই কঠিন। দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ দিয়েছেন।
মন্তব্য করুন