ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) আয়োজন করতে যাচ্ছে মেগা ইভেন্টে। এ ইভেন্টের মাধ্যমে, আউটস্ট্যান্ডিং শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং পেশাজীবীদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী ২৮ এপ্রিল, কুয়ালালামপুরের ক্লাব আমানে অনুষ্ঠিত হবে আউটস্ট্যান্ডিং এ অনুষ্ঠানটি।
বৃহস্পতিবার (২১শে মার্চ) কুয়ালালামপুরের একটি হোটেলে এ নিয়ে সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির আহ্বায়ক সুরাইয়া নাহার ইয়াসমিন এবং সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রোগ্রামের মুল উদ্দেশ্য মালায়েশিয়াতে যে সকল বাংলাদেশিরা শিক্ষা এবং কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তাদেরকে উৎসাহিত এবং সকলের কাছে পজিটিভ বাংলাদেশের ব্র্যান্ডিং করা। যেখানে বাংলাদেশি ভিআইপি ছাড়াও মালয়েশিয়ার ভিআইপি গেস্ট উপস্থিত থাকবেন। প্রোগ্রামে শিক্ষক, ছাত্র- ছাত্রী এবং পেশাজীবী ও ব্যাবসায়ী এ তিনটি ক্যাটাগরিতে ভাগ করে ফাইনালি যারা সিলেক্ট হবেন তাদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে।
এ ছাড়াও জানানো হয়, সিলেকশন প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের সমন্বয়ে একটি ইভালুয়েশন কমিটি করা হয়েছে এবং পুরা সিলেকশন প্রক্রিয়া কমিটির সদস্যরা সম্পন্ন করবে। শিক্ষক এবং পেশাজীবী সিলেকশন প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে। তবে বেস্ট ছাত্র- ছাত্রী নির্বাচনের জন্য এই সপ্তাহেই গুগল ফর্ম ছাড়া হবে এবং মালয়েশিয়ায় অধ্যয়নরত স্টুডেন্টরা এতে আবেদন করতে পারবে। যে কোন ধরনের তথ্য এবং পরামর্শের জন্য যোগাযোগ করা যাবে এই নাম্বারে +৬০১ ৬৯৯৭০৫৫৮ এবং +৬০১ ১৬৪৫৮৩০৪৫।
উল্লেখ্য, ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশেন মালয়েশিয়া (ডুয়াম)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। সংগঠনের নিজস্ব ফান্ড থেকে প্রতিবছরই অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তি সহায়তা এবং স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়াও সমাজের অবহেলিত এবং অসহায় মানুষদের নিয়মিতভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। এবারই প্রথমবারের মত এত বড় একটি ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে বিদেশ ভুঁইয়ের এ সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. জহুরুল ইসলাম, ডুয়ামের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্য জিল্লুর রহমান, আরিজ উলফি মিথুন, সম্রাট সফিউল্লাহ, রেবেকা সুলতানা জেরিন, ফাওজিয়া, অপর্ণা, নিয়াজ মাখতুম, ড. সোহেলা মোস্তারি, ইসমাত জাহান ঈশিতা, আনিকা ইসলাম অর্পা, মোহাম্মদ দীপু, ড. খালেদ হোসেন, হাসানুল বারি এবং মোহাম্মদ আসাদুজ্জামান জুম্মন।
মন্তব্য করুন