মালয়েশিয়ায় চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ। তবে এ সুযোগেও থেমে নেই অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান।
শুক্রবার (২২ মার্চ) দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, শুক্রবার সকাল আনুমানিক ১২টা ৩৮ মিনিটে জয়াপুত্রে অভিযান চালানো হয়।
“এ এলাকায় অনেক অভিবাসীর উপস্থিতি সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে বিভাগটি অভিযান চালিয়েছিল। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, অপারেশনে অংশ নেওয়া এনফোর্সমেন্ট সদস্যরা ১২টি ইউনিটের ২০০ রুমে অভিযান চালান।
বাহারউদ্দিন যোগ করেছেন প্রায় ২১৯ জন অভিবাসী এবং একজন স্থানীয়কে যাচাই করে তাদের মধ্যে ১৩৭ জন অভিবাসীকে বিভিন্ন অভিবাসন অপরাধে আটক করা হয়েছে।
যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ১৭ নারীসহ ৯৮ জন ইন্দোনেশিয়ান, ১৯ বাংলাদেশি, দুই নারীসহ ১৬ জন মিয়ানমারের নাগরিক, একজন নারীসহ দুই ভিয়েতনামী এবং দুজন পাকিস্তানি রয়েছে। আটকদের সকলের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে এবং বর্তমানে তাদের আরও তদন্তের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মন্তব্য করুন