কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে যেসব আমলে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আল্লাহভীরু মুমিনদের প্রিয় এক ইবাদত হলো রাত জেগে আল্লাহর স্মরণে মশগুল থাকা। এই ইবাদতের মর্যাদা অত্যন্ত উচ্চ।

রাতের নিস্তব্ধতা, নিঃশব্দ আকাশ ও প্রশান্ত পরিবেশে একজন মুমিন যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাত তোলে, তখন সেই দৃশ্যটি প্রভু-প্রেমে মোহিত করে আরশের অধিপতিকে।

পবিত্র কোরআন ও হাদিসে রাতের ইবাদতের গুরুত্ব ও ফজিলত বারবার বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থান মাকামে মাহমুদে। (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৭৯)

একইভাবে, অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দমনকারী এবং বাকশক্তি নিয়ন্ত্রণে সহায়ক। (সুরা মুজ্জাম্মিল, আয়াত : ৬)

তবে সবার পক্ষে কি রাতভর ইবাদত করা সম্ভব?

সবাই তো প্রতিদিন রাতে জেগে ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু সহজ ও কার্যকর আমল বাতলে দিয়েছেন, যেগুলো করলে সারা রাত ইবাদতের সওয়াব অর্জন করা সম্ভব। নিচে সে রকম কিছু আমল তুলে ধরা হলো :

১. ফজর ও এশার নামাজ জামাতে আদায় করা উসমান ইবনু আফফান (রা.) বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তার জন্য অর্ধরাত নামাজের সওয়াব লেখা হয়। আর যে ব্যক্তি এশা ও ফজর দুই নামাজ জামাতে আদায় করে, তার জন্য পুরো রাত নামাজে কাটানোর সওয়াব লিপিবদ্ধ করা হয়।(তিরমিজি, হাদিস : ২২১)

২. রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত আবু মাসউদ (রা.) থেকে বর্ণিত, সুরা বাকারার শেষের দুই আয়াত যে ব্যক্তি রাতে পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে। (বুখারি, হাদিস : ৪০০৮) ইমাম নববি (রহ.) বলেন, এর দ্বারা বোঝায় যে এটি সারা রাত ইবাদতের সওয়াব অর্জনের জন্য যথেষ্ট।

৩. রাতের বেলায় ১০০ আয়াত তিলাওয়াত করা আবু হুরায়রা (রা.) বলেন, যে ব্যক্তি রাতে একশ আয়াত তিলাওয়াত করে, তার আমলনামায় রাতভর ইবাদতের সওয়াব লেখা হয়। (ইবনে খুজাইমাহ, হাদিস : ১১৪২)

৪. উত্তম চরিত্র ও ভদ্র স্বভাব রাসূলুল্লাহ (সা.) বলেন, যে মুসলমান শরিয়তের ওপর আমলকারী হয়, সে নিজের ভদ্রতা ও উত্তম চরিত্রের কারণে এমন মর্যাদা পায়, যা সেই ব্যক্তির সমান, যে রাতে দীর্ঘ সময় কুরআন তিলাওয়াত করে ও দিনে অধিক রোজা রাখে। (মুসনাদে আহমাদ, হাদিস : ৬৬৪৮)

আয়েশা (রা.) আরও বলেন, মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্র দ্বারা রোজাদার ও রাতভর নামাজ আদায়কারীর মর্যাদা অর্জন করে। (আবু দাউদ, হাদিস : ৪৭৯৮)

৫. বিধবা ও দরিদ্রকে সাহায্য করা আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের সাহায্যে নিয়োজিত থাকে, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো কিংবা দিনের রোজাদার ও রাতভর সালাতে রত ব্যক্তির মতো। (বুখারি, হাদিস : ৫৩৫৩)

৬. সীমান্ত পাহারা দেওয়া সালমান ফারসি (রা.) বলেন, আল্লাহর পথে এক রাত সীমানা পাহারা দেওয়া এক মাসের রোজা ও নামাজের চেয়ে উত্তম। এমন প্রহরী মারা গেলে জান্নাত থেকে তার জন্য রিজিক আসতে থাকে এবং সে কবরের শাস্তি থেকে মুক্ত থাকে। (মুসলিম, হাদিস : ১৯১৩)

৭. কিয়ামুল লাইলের নিয়তে ঘুমানো আবু দারদা (রা.) থেকে বর্ণিত, যে ব্যক্তি তাহাজ্জুদের নিয়তে ঘুমাতে যায়, কিন্তু ঘুমের কারণে উঠতে না পারে, তার জন্য নিয়ত অনুযায়ী সওয়াব লেখা হবে। আল্লাহ তার ঘুমকেও সদকারূপে গ্রহণ করবেন। (সুনানে নাসায়ি, হাদিস : ১৭৮৭)

আল্লাহর রহমত অসীম। তিনি চাহিদা অনুযায়ী নয়, নিয়ত ও সাধ্য অনুযায়ী বান্দাদের প্রতিদান দেন। রাতে ঘুমের মধ্যেও, নিয়ত করে, কিংবা সহজ কিছু আমলের মাধ্যমেও সারা রাত ইবাদতের ফজিলত অর্জন সম্ভব। আমাদের উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানো এবং দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝেও কিছু সময় আল্লাহর সন্তুষ্টির জন্য বরাদ্দ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার বন্ধ থাকবে বেসরকারি অফিসও, খোলা যেসব প্রতিষ্ঠান

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

৬ বার জামানত হারানো সুধীর রঞ্জন এবারও মনোনয়ন জমা দিতে পারেননি

ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্ৰুপ গভীরভাবে শোকাহত

আইসিবি ইসলামিক ব্যাংকের কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচগুলো কবে হবে, জানাল বিসিবি

১০

খালেদা জিয়ার জানাজায় যা নেওয়া যাবে না

১১

অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

১২

খালেদা জিয়ার মৃত্যুতে সাত কলেজের পরীক্ষা স্থগিত

১৩

হাদি হত্যা : সিবিউন-সঞ্জয়-ফয়সাল ৩ দিনের রিমান্ডে

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

১৫

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

১৬

মৃত ব্যক্তি নারী হলে জানাজায় যে দোয়া পড়বেন

১৭

রাজধানীতে তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

১৯

‘বার্সেলোনা’র বিপক্ষে খেলবে মেসিরা, কবে কখন

২০
X