সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চাশতের নামাজের নিয়ম, নিয়ত ও ফজিলত

চাশতের নামাজের নিয়ম, নিয়ত ও ফজিলত
চাশতের নামাজের নিয়ম, নিয়ত ও ফজিলত | ছবি : কালবেলা গ্রাফিক্স

সাধারণত আমরা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে থাকি। কিন্তু এই পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি আরও অন্যান্য বেশকিছু নামাজ রয়েছে। আর এসব নামাজ বিশেষ বিশেষ কারণে পড়া হয়।

যেমন- সালাতুল তাজবি, তাহাজ্জু্‌ত, ইস্তেখারার নামাজ ইত্যাদি। আর এই বিশেষ নামাজগুলোর মধ্যে চাশতের নামাজ বা সালাতুত দোহা নামাজ রয়েছে।

চাশতের নামাজের নিয়ম জানার আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে চাশতের নামাজ সম্পর্কে এবং চাশতের নামাজের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা, চাশতের নামাজ কত রাকাত হয়ে থাকে এবং চাশতের নামাজের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে।

চাশতের নামাজের সময়

যখন ইশরাকের নামাজ পড়ার পর এবং তার পরবর্তী সময় শুরু করে দ্বিপ্রহরের আগ মুহূর্ত পর্যন্ত চাশতের নামাজ পড়া যায়। অর্থাৎ সূর্য যখন এক মিটার পরিমাণ উপরে ওঠে যায় এবং সূর্য ওঠার পরবর্তী সময়ে ইশরাকের নামাজ আদায় করার পর কিছুক্ষণ জিকির করে চাশতের নামাজ আদায় করা হয়।

চাশতের নামাজ কত রাকাত

হযরত মুহাম্মদ (সাঃ) চাশতের নামাজ চার রাকাত পড়তেন। তাই আমরাও চার রাকাত পড়ে থাকি।

চাশতের নামাজের রাকাত সংখ্যা সর্বনিম্ন ২ রাকাত তবে হাদিসের বর্ণনা অনুসারে ৪, ৮ এবং ১২ রাকাত পর্যন্ত পড়া যায়। কিন্তু মক্কা বিজয়ের দিন দুপুরের পূর্বে রাসুল (সাঃ) হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে হানী রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্তভাবে ৮ রাকাত চাশতের নামাজ পড়েছিলেন।

আর এই নামাজ সংক্ষিপ্তভাবে পড়া হলেও রাসুল (সাঃ) রুকু এবং সিজদায় তিনি পূর্ণ ধীরস্থিরতা বজায় রেখেছিলেন এবং প্রতি দুই রাকাত অন্তর অন্তর সালাম ফিরিয়ে ছিলেন। ( বুখারী, হাদিস নংঃ ২০৭)।

চাশতের নামাজের নিয়ত

আমি দুই রাকাত চাশতের নামাজ আদায় করছি।

দুই দুই রাকাআত করে চাশতের নামাজ আদায় করা যায়। যে কোনো সূরা দ্বারা এই নামাজ পড়া যায়। উভয় রাকাতেই সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে এবং আখেরি বৈঠক আত্তাহিয়্যাতু, দরুদ শরীফ ও দোয়ায়ে মাছুরা পড়ে সালাম ফিরাতে হবে।

চাশতের নামাজের ফজিলত সম্পর্কে কতিপয় হাদিস

সালাতুত দুহা বা চাশতের নামাজ হযরত বুরাইদা (রাজি.) থেকে বর্ণিত নবী করীম (সা.) বলেছেন, মানুষের শরীরে ৩৬০টি জোড়া আছে। অতএব মানুষের কর্তব্য হলো প্রত্যেক জোড়ার জন্য একটি করে সাদকা করা।

সাহাবায়ে কিরাম (রাজি.) বললেন, ইয়া রাসুলুল্লাহ! কার শক্তি আছে এই কাজ করার? তিনি (সা.) বললেন, মসজিদে কোথাও কারও থু থু দেখলে তা ঢেকে দাও, অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও, তবে এমন কিছু না পেলে, চাশতের দুই রাকাত নামাজই এর জন্য যথেষ্ট।

এই হাদিসে চাশতের নামাজের গুরুত্ব ও মাহাত্ম্যের কথাই বোঝানো হয়েছে এবং চাশতের নামাজ ৩৬০টি সাদকার সমতুল্য। (১) আবু দাউদ শরীফ, ১ম খণ্ড, ১৮২ পৃষ্ঠা। (২) মিশকাত শরীফ, ১ম খণ্ড, ১১৬ পৃষ্ঠা।

আবু হুরাইরা (রা.) বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) আমাকে তিনটি বিষয়ে আমল করার উপদেশ দিয়েছেন, প্রতি মাসের প্রথম তিন দিন রোজা রাখা; চাশতের নামাজ (সালাতুদ্ দুহা) আদায় করা এবং ঘুমাতে যাওয়ার আগে বিতরের নামাজ আদায় করার। (বুখারি, হাদিস নং-২৭৪; মুসলিম, হাদিস নং-১৫৬০)

চাশতের নামাজ মুমিনদের জন্য উপহারস্বরূপ। এটা আদায় করলে আল্লাহ বিপুল পুণ্য ও সওয়াব দেবেন। আখেরাতে এর প্রতিদান দেবেন। তবে এই নামাজ না পড়লে কেউ গুনাহগার হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  

নাটক নির্মাণে চিকন আলী 

ব্রিকসের দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ শুল্কের হুমকি

সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’ 

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির হুমকিতে ইউরোপীয় পণ্য, বিশ্ববাজারে অস্থিরতা

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক

কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার

১০

মানবতাবিরোধী অপরাধের মামলা / শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আদেশের দিন ধার্য

১১

নতুন প্রধান নির্বাহী পেল আইসিসি

১২

রাফাল নিয়ে চীনের বিরুদ্ধে ফ্রান্সের বিস্ফোরক মন্তব্য

১৩

তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

১৪

ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়ছেন আনচেলত্তির ছেলে

১৫

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

১৬

মেসিকে ধরে রাখতে তার ‘বডিগার্ড’কে দলে নিতে চায় মায়ামি!

১৭

নির্বাচন হলে দেশ সঠিক পথে এগোবে : মির্জা ফখরুল

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

১৯

আল জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব, গাজায় যুদ্ধ কি থামবে?

২০
X