সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ
আল জাজিরার বিশ্লেষণ

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব, গাজায় যুদ্ধ কি থামবে?

রাতভর ইসরায়েলি হামলার স্থানে দাঁড়িয়ে এক ফিলিস্তিনি। ছবি : সংগৃহীত
রাতভর ইসরায়েলি হামলার স্থানে দাঁড়িয়ে এক ফিলিস্তিনি। ছবি : সংগৃহীত

গাজায় আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনি নিহতের সংখ্যা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে গতি এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক প্রস্তাব ঘিরে আলোচনার নতুন পর্ব শুরু হলেও এই প্রস্তাব বাস্তবে যুদ্ধ থামাতে পারবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।

গত সপ্তাহে ট্রাম্প জানান, ইসরায়েল ৬০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে আলোচনা চালিয়ে গাজার ২১ মাসের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা হবে। তিনি আশাবাদী যে, আজ সোমবার (৭ জুলাই) গাজা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সঙ্গে একটি চুক্তি হতে পারে।

অপরদিকে, কিছু সংশোধনীসহ হামাসও মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তবে নেতানিয়াহু এই সংশোধনগুলোকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করলেও বর্তমানে কাতারে আলোচনায় অংশ নিচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল।

হামাসের তিনটি মূল দাবি

# গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) বন্ধ: এই বিতর্কিত ত্রাণ কাঠামোর মাধ্যমে খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৪৩ জন ফিলিস্তিনি। অভিযোগ উঠেছে, ইসরায়েলি সেনারা উদ্দেশ্যমূলকভাবে খাদ্যের জন্য জড়ো হওয়া মানুষদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।

# ইসরায়েলি সেনা প্রত্যাহার: হামাস চায়, মার্চ মাসে যুদ্ধবিরতির আগে যেসব অবস্থানে ইসরায়েলি সেনারা ছিল, তাদের সেখানে ফিরিয়ে নেওয়া হোক। সম্প্রতি ইসরায়েল গাজায় নতুন স্থল অভিযান শুরু করেছে, ‘নেতসারিম’ ও ‘মোরাগ করিডর’ তৈরি করে গোটা উপত্যকাকে বিভক্ত করছে।

# যুদ্ধের স্থায়ী অবসানে আন্তর্জাতিক নিশ্চয়তা: হামাসের দাবি, যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের পক্ষ থেকে এমন নিশ্চয়তা চাই, যাতে যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন নতুন করে হামলা শুরু না করে।

মার্কিন প্রস্তাবে কী আছে?

অন্যদিকে মার্কিন প্রস্তাবের মূল কেন্দ্রে রয়েছে ইসরায়েলি বন্দিদের মুক্তি। প্রথম ধাপে, হামাস ১০ জন জীবিত ইসরায়েলি এবং ১৮ জনের মরদেহ ফিরিয়ে দেবে। এর বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

পরে, ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘ ও রেড ক্রস গাজায় কাজ করবে এবং ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে পিছু হটবে।

তবে, নেতানিয়াহু যুদ্ধ পুরোপুরি থামানোর পক্ষে নন। তিনি বারবার বলছেন, সব বন্দিকে মুক্ত না করা পর্যন্ত এবং হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস করা বাস্তবসম্মত কোনো লক্ষ্য নয়। বরং নেতানিয়াহু নিজের রাজনৈতিক টিকে থাকার স্বার্থে এই যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন।

দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহু সরকারবিরোধী বিক্ষোভে কোণঠাসা। তার কট্টরপন্থি জোটসঙ্গীরা- ইতামার বেন গভির ও বেজালেল স্মোত্রিচ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে এবং গাজায় ত্রাণ বন্ধে আগ্রহী।

বর্তমানে, ইসরায়েল প্রতিদিনই গাজায় বিমান হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরেও সহিংসতা অব্যাহত। বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সেনারা স্থানীয় ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে, বসতভিটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হচ্ছে।

ট্রাম্প চাইছেন চুক্তি হোক, ফিলিস্তিনিরাও মরতে মরতে যুদ্ধ থামার জন্য মরিয়া। কিন্তু বিশ্লেষকরা বলছেন, মূল বাধা হলো ইসরায়েল ও নেতানিয়াহুর মধ্যে যুদ্ধ থামানোর সদিচ্ছার অভাব।

কাতার ইউনিভার্সিটির অধ্যাপক আদনান হায়াজনে আল জাজিরাকে বলেন, ‘চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম।’

তার ভাষায়, ইসরায়েলের লক্ষ্য জনশূন্য গাজা তৈরি করা। ফিলিস্তিনিদের সামনে এখন তিনটি পথ- না খেয়ে মারা যাওয়া, গুলিতে মারা যাওয়া, অথবা দেশ ছেড়ে চলে যাওয়া। তবে ইতিহাস বলছে, ফিলিস্তিনিরা নিজের মাটি ছেড়ে যাওয়ার পক্ষপাতী নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় প্রান্তিকে বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি 

ইরাকে তুরস্কের ১২ সেনা নিহত

আসন্ন নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, এরপর জামায়াত : সানেমের জরিপ

পৌনে তিন বছরের ব্যবধানে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুনে

‘মরা ছাড়া আর গতি নাই’ ফেসবুকে যুবকের পোস্ট, অতঃপর...

‘হাসিনা খারাপ, আ.লীগ খারাপ না’ বক্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু

নিজের যৌনজীবন নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী

রাউজানে যুবদল কর্মী সেলিম কিলিং মিশনে দুজন শনাক্ত

এসএসসি পরীক্ষার ফল দেখবেন যেভাবে 

কাজ নিয়ে দীপিকাকে রাশমিকার খোঁচা

১০

৭ বছর পর জাতীয় কাবাডি

১১

মহাসমাবেশ স্থল পরিদর্শনে জামায়াত নেতারা

১২

চট্টগ্রামের ৩ থানায় ওসি পদে রদবদল, পটিয়ায় নুরুজ্জামান

১৩

৫ দিন ধরে পুরুষশূন্য মুরাদনগর, ট্রিপল মার্ডারের মামলা ডিবিতে হস্তান্তর

১৪

সপ্তাহে ১৫০ মিনিটের এ অভ্যাস কমিয়ে দেবে ডায়াবেটিসের ঝুঁকি

১৫

কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

১৬

‘পিআর ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না’

১৭

বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে : খাদ্য উপদেষ্টা

১৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

১৯

পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে হবে : এসপি মনিরুল

২০
X