সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০১:২০ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  

তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (বাঁয়ে) ও তার ছোট ভাই তোফাজ্জল হোসেন। ছবি : সংগৃহীত
তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (বাঁয়ে) ও তার ছোট ভাই তোফাজ্জল হোসেন। ছবি : সংগৃহীত

গাজীপুরে সরকারি শতকোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে সহোদর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। দলীয় প্রভাব খাটিয়ে জাল নথিপত্র তৈরি করে গত ১৫ বছর ধরে নিজেদের কবজায় বিশাল এই সম্পত্তি দখলে রেখেছেন তারা। প্রশাসন বলছে, আগে কী হয়েছে জানি না, তবে এখন কাউকেই ছাড় দেওয়া হবে না।

জানা গেছে, শ্রীপুর উপজেলার প্রায় ১০০ কোটি টাকার সরকারি জমি হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন ও তার ছোট ভাই তোফাজ্জল হোসেন। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে। তাদের বাবার নাম ছব্বত আলী। তোফাজ্জল তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মোফাজ্জল উপজেলা আওয়ামী লীগ নেতা।

এদিকে এই দুই নেতার কাছে বাবা-দাদার কবরস্থানও দখলের শঙ্কায় ভারাক্রান্ত ৯২ বছর বয়সী সালেহা বেগমের। মালিকানার সব নথিপত্র থাকার পরও পেশিশক্তির কাছে বারবার হেরে গেছেন, জমি রক্ষায় প্রতিবাদ করে বারবার মামলা আর পুলিশি হয়রানিতে দিন কাটছে এই বৃদ্ধার পুরো পরিবার।

কান্নাজড়িত কণ্ঠে সালেহা বেগম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও টাকার কারণে এখনো প্রশাসন তাদের পক্ষে কথা বলে। পুলিশ আমাদের হুমকি-ধমকি দেয়।’

উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে ৯ একর সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমিতে দুই ভাই গড়ে তুলেছেন সন্দীপ এগ্রো ইন্ডাস্ট্রিজ। গত কয়েক বছরে প্রায় ২০টি পরিবারকে হামলা মামলা দিয়ে হয়রানিপূর্বক জমি থেকে উচ্ছেদ করে তারা এ জমির দখল নিয়েছেন। দখল করা ৯ একর জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। এ জমি দখল করেই ক্ষান্ত হয়নি তারা। এক সময় এ জমিতে ভূমিহীনরা বাড়িঘর বানিয়ে বসবাস করলেও এখন তারা গড়ে তুলেছেন এগ্রোফার্ম। কয়েক হাজার গরু, ছাগলের শেড নির্মাণ করলেও সেখানে ঘুরে দেখা গেছে মাত্র ৭০/৮০টি গরু লালনপালন করছেন স্থানীয় এক ব্যক্তি।

সন্দীপ এগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার বিল্লাহ বলেন, ‘এখানে ৮৯টি গরু আছে।’ তিনি স্বীকার করেন, ১২৭ বিঘার জমির প্রকল্পে ৩৬ বিঘা সরকারি খাস সম্পত্তি।

জানা গেছে, কিছু অসাধু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় কাগজপত্রেও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে নিজেদের নামে নামজারি ও জমাভাগও করে নিয়েছেন। ভূমি অফিসে অনুসন্ধান করে জানা যায়, গাজীপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত এসএ ১১৫ আর ৭৬৩৫, ৭৬০৫, ৭৬১০, ৭৬১১, ৭৬১২, ৭৬১৭, ৭৬১৮, ৭৬২৯, ৭৬৩০, ৭৬৩১, ৭৬৩২, ৭৬৩৮, ৭৬৭২, ৭৬৩৩, ৭৬৩৪, ৭৬৩৬, ৭৬৩৭ দাগের ৯ একর স্থানীয় মাপে ২৭ বিঘা জমি শুধু দখল নিয়েই শেষ করেনি তারা, উল্টো জালিয়াতি করে নিজেদের নামে নামজারি করেও নেন। যার নামজারি জমাভাগ নথি নং ৪২৮০/১১-১২ জোত নং ১৮১। বিভিন্ন ভুয়া দলিল তৈরি করে তারা নামজারি জমাভাগ করার অভিযোগ থাকায় এ নথির সূত্র ধরে উপজেলা ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, ওই নথিতে তারা ৭টি দলিল জমা দিয়েছিলেন। সে দলিলগুলো সংগ্রহের পর প্রতিবেদক নিজেই তিনটি দলিল ২৩৪৬/১৯৭৯, ৩৬০৪/১৯৭৮, ৯২৪৪/১৯৬৮নং দলিলের নকলের কপি গাজীপুর রেকর্ডরুম থেকে উত্তোলন করার পর নামজারির নথির সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি এ জমি ব্যক্তিদের নামে নামজারির সঙ্গে সরাসরি জড়িত ছিল ভূমি অফিসের বেশ কিছু কর্মকর্তা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নথি তৈরি, সরকারি রেজিস্ট্রারে লিপিবদ্ধকরণসহ রেকর্ডপত্র পরিবর্তন করেন। এদের সহযোগিতায় তারা ১১-১২ অর্থবছরে এ সরকারি জমি নিজেদের নামে নামজারি জমাভাগ করে নেন।

এখানেই শেষ নয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মাওনা চৌরাস্তা। ব্যবসা-বাণিজ্যের অন্যতম স্থান বিবেচনায় এ জমির দাম স্বর্ণের দামের প্রায় সমান। আওয়ামী লীগ নেতা দুই ভাই এখানেও প্রায় ৫০ কোটি টাকার মূল্যের ২২ শতাংশ সরকারি ১নং খাস খতিয়ানের জমিতে দখল নিয়ে গড়ে তুলেছেন সব্বত আলী কাঁচা বাজার। যেখান থেকে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে তারা অগ্রিম গ্রহণ করেছেন কয়েক কোটি টাকা ও প্রতি মাসে ভাড়া আদায় করেন প্রায় ১৫ লাখ টাকা।

তেলিহাটি ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, জায়গাটিও মুলাইদ মৌজার সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত। যার এসএ দাগ ৩৪৪, ৩৪৫ আর এস ১৯০৫, ১৯০৬।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এটি খাস খতিয়ানভুক্ত এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা। কয়েকদিন পরপর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হলেও এক দিন পরই আবার সব আগের মতো হয়ে যায়।

শুধু সরকারি জমি দখল করেই ক্ষান্ত হননি আওয়ামী লীগের এই দুই নেতা। তারা মুলাইদ আনোয়ারা নিট কম্পোজিট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযুক্ত হওয়া একটি গো-হালটের সিংহভাগ অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এ ছাড়াও স্থানীয় বেশ কয়েকটি পরিবারের পৈতৃক সম্পত্তি ও কবরস্থান জবরদখল করে নিয়েছেন তারা। প্রতিবাদ করলেই মামলা ও পুলিশি হয়রানি করা হয় বলে জানান ভুক্তভোগীরা।

এ দুই ভাইয়ের মূল নেশা হলো জমির দখল নেওয়া। এ জন্যই তারা বিভিন্ন জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে দখল করেছেন বহু জমি। যার মধ্যে সিংহভাগই হচ্ছে সরকারি জমি। এছাড়াও বিভিন্ন মানুষের জমিও তারা দখল করেছেন আওয়ামী লীগের ক্ষমতার প্রভাবে। গত ১৫ বছর ধরে তারা ছিলেন অনেক বেপরোয়া। এলাকায় তাদের ভয়ে কেউ টুঁ-শব্দও করতে পারত না। প্রতিবাদ করলে শুরু করত মামলা দিয়ে হয়রানি।

অভিযুক্ত মোফাজ্জল হোসেন ৫ জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় কারাগারে এবং তোফাজ্জল হোসেন পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ম্যানেজার সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি পরে দেখা করবেন বলে ফোন কেটে দেন। পরে আর তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘আগে কে কী করেছে, সেটা জানি না। তবে এখন আর কেউ ছাড় পাবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দাম কমলো, ভরিতে কত

স্থানীয় নির্বাচনের দাবি হাসিনার ষড়যন্ত্রের অংশ : মুরাদ  

আসছে ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল

শাকিবের নতুন সিনেমায় নায়িকা নিয়ে দীপা খন্দকারের প্রশ্ন, শুরু বিতর্ক

গাজায় কীভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়, বর্ণনা দিলেন ইসরায়েলি সেনা

সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে হবে: হালিম

ইতিহাস গড়া নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

ফ্যাসিস্টদের দোসররা চান না স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক : ডা. রফিক

অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ নেতা জানালেন— বিএনপি নেতার বাড়িতেও মিলবে পিস্তল

বিচারক নিয়োগে আইনের নিরপেক্ষ অনুসরণ করতে হবে : ইসলামী আন্দোলন

১০

ভুয়া ফটোকার্ড নিয়ে বিজেআইএমের উদ্বেগ

১১

হবিগঞ্জে গ্রামবাসীর কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি

১২

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

১৩

মিডিয়ার প্রতি হুমকি প্রদর্শনে জাতীয় প্রেস ক্লাবের উদ্বেগ

১৪

ভারতীয় দম্পতিকেই বাংলাদেশি বলে পুশইন করল দিল্লি পুলিশ

১৫

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন বাসিন্দারা

১৬

ফের বর্ষসেরা ‘ডমেস্টিক এয়ারলাইন্স’ স্বীকৃতি পেল ইউএস-বাংলা

১৭

হাসনাত আব্দুল্লাহকে হুমকি, বিএনপি কর্মী আটক

১৮

ইসরায়েলকে নিয়ে ভয়াবহ পরিণতির বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

১৯

পুরান ঢাকায় ‘শহীদ আনাস সড়ক’ ও ‘জুনায়েদ চত্বরের’ নামফলক উন্মোচন  

২০
X