কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত, নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী

স্ত্রী সারাহ নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রধানমন্ত্রীর মুখপাত্র ওমর দোস্তরি (বক্সে)। ছবি : সংগৃহীত
স্ত্রী সারাহ নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রধানমন্ত্রীর মুখপাত্র ওমর দোস্তরি (বক্সে)। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটন সফরে রওনা হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই সফর শুরুর একদিন আগেই নেতানিয়াহু তার মুখপাত্র ওমর দোস্তরিকে বরখাস্ত করেছেন, যা ঘিরে তৈরি হয়েছে রহস্য।

শনিবার (৫ জুলাই) বিষয়টি প্রথমে গোপন সূত্রে জানানো হলেও পরে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে দোস্তরির পদত্যাগ নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, ওমর দোস্তরি নিজেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং ‘নতুন পথে’ এগিয়ে যেতে চান। তবে ইসরায়েলের চ্যানেল ১৩ দাবি করেছে, দোস্তরিকে সরিয়ে দেওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছেন নেতানিয়াহুর স্ত্রী সারাহ নেতানিয়াহু। সূত্র অনুযায়ী, তাদের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

টাইমস অব ইসরায়েল-এ প্রকাশিত খবরে জানানো হয়, সারাহ নেতানিয়াহুর আচরণ এবং প্রশাসনিক কাজে তার অতিরিক্ত হস্তক্ষেপ দোস্তরির পদত্যাগের অন্যতম কারণ। তবে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে সারাহর সংশ্লিষ্টতা অস্বীকার করে জানায়, এই সিদ্ধান্ত যৌথভাবে নেতানিয়াহু, তার চিফ অব স্টাফ ও দোস্তরি নিজে নিয়েছেন।

নতুন মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব নিতে পারেন, সেই জিভ আগমন সম্পর্কে বলা হচ্ছে, তিনি সারাহ নেতানিয়াহুর ঘনিষ্ঠ। সংবাদমাধ্যম ইয়েনেত ও চ্যানেল ১২ জানায়, জিভ প্রধানমন্ত্রী কার্যালয়ের চিফ অব স্টাফ চাচি ব্রেভারম্যান-এরও ঘনিষ্ঠ সহযোগী।

দোস্তরিকে সরানোর কারণ হিসেবে একাধিক বিষয় উঠে এসেছে। ইয়েনেত-কে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নেতানিয়াহু মনে করতেন দোস্তরি এই দায়িত্বের জন্য উপযুক্ত নন এবং তার পেশাগত অভিজ্ঞতা যথেষ্ট নয়। তাকে আগে থেকেই বলা হয়েছিল যে তিনি ওয়াশিংটন সফরে যাচ্ছেন না এবং এই দায়িত্ব তার সঙ্গে মানানসই নয়।

এছাড়া, দোস্তরির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। ফেব্রুয়ারিতে হিব্রু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নেতানিয়াহু তাকে একাধিকবার তিরস্কার করেন। অক্টোবরে, ইরানে ইসরায়েলি হামলার পর দোস্তরি সেনা সদর দপ্তরে নেতানিয়াহুর উপস্থিতির ছবি সেন্সরশিপ ভেঙে প্রকাশ করেন, যার মাধ্যমে গোপন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে পৌঁছে যায়।

দোস্তরির পদত্যাগ নিশ্চিত করে তার কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ‘এটি ছিল ইসরায়েলের ইতিহাসে অন্যতম সংকটপূর্ণ সময়, যেখানে তিনি নীতিনিষ্ঠ ও পেশাদারত্বের সঙ্গে কাজ করেছেন।’

দোস্তরি নিজেও এক বিবৃতিতে নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি কাছ থেকে দেখেছি কীভাবে প্রধানমন্ত্রী জাতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আমি নিশ্চিত, তিনি ইসরায়েলকে নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবেন।

উল্লেখ্য, ওমর দোস্তরি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডক্টরেটধারী এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র হওয়ার আগে দুইটি ডানপন্থি থিঙ্কট্যাংকে গবেষক হিসেবে কাজ করেছেন। তিনি ইসরায়েলি গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সুলাইমানিয়ার আকাশপথ খুলে দিল তুরস্ক 

বাস কাউন্টারে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ আবার খুলে দেওয়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

চবির দুই হল সংসদের ফল পুনর্গণনার ঘোষণা

টিভিতে আজকের খেলা

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

১০

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১১

১৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১২

ঢাবির শোক দিবসে জগন্নাথ হল স্মৃতিসৌধে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

১৩

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

১৪

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

১৫

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

১৬

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

১৭

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

১৮

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

১৯

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

২০
X