স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১১:৫৯ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে ধরে রাখতে তার ‘বডিগার্ড’কে দলে নিতে চায় মায়ামি!

লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে যখন গুঞ্জন তুঙ্গে, তখন মেসির পুরোনো ‘সঙ্গী’ রদ্রিগো ডি পলকে দলে টানতে চাচ্ছে ইন্টার মায়ামি। ২০২২ বিশ্বকাপে মেসির ছায়াসঙ্গী, মাঠে-বাইরে যাকে ঠাট্টা করে মেসির ‘বডিগার্ড’ বলা হয়, সেই ডি পলকে আনতে এখন উঠেপড়ে লেগেছে মার্কিন ক্লাবটি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় ধরে মেসির সঙ্গে খেলা ডি পল কেবল মাঠেই নয়, ড্রেসিংরুমেও মেসির কাছের মানুষ। মায়ামি চাইছে, ডি পলকে দলে এনে মেসির ক্লাবে থাকা আরও নিশ্চিত করতে—এমনটাই দাবি ‘মায়ামি হেরাল্ডের’।

৩১ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদের নিয়মিত সদস্য এবং চলতি মৌসুমে লা লিগার ‘টিম অব দ্য ইয়ার’-এ জায়গা করে নিয়েছেন। ২০২৬ সাল পর্যন্ত তার চুক্তি থাকলেও ক্লাব এরই মধ্যে তার জন্য ১৭ মিলিয়ন ডলারের মূল্য নির্ধারণ করেছে।

মায়ামির সবচেয়ে বড় সমস্যা দলগঠন এবং ট্রান্সফার রুলস। নেইমার ও ডি ব্রুইনেকে দলে টানার চেষ্টাও আটকে গিয়েছিল এমএলএসের কঠোর নিয়মে। যদিও ক্লাব মালিক জর্জে মাস বর্তমানে মাদ্রিদে অবস্থান করছেন—যা গুজবকে আরও শক্তিশালী করছে।

তবে ডি পলকে দলে আনলে মধ্যমাঠে ভারসাম্য রাখতে হবে। বর্তমানে সেখানে রয়েছেন সার্জিও বুসকেতস ও বেঞ্জামিন ক্রেমাশ্চি। ডি পলের আগমনে তাদের কাউকে হয়তো পজিশন ছাড়তে হতে পারে। তবে বুসকেতসের চুক্তি এ মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডি পল হতে পারেন তার যোগ্য উত্তরসূরি।

ডি পল ও মেসির সম্পর্ক কেবল বন্ধুত্বে আটকে নেই। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলে তারা ছিলেন অবিচ্ছেদ্য অংশ। মাঠে ডি পলের লড়াকু মনোভাব এবং রক্ষণাত্মক দৃঢ়তা মেসিকে বারবার সুরক্ষা দিয়েছে প্রতিপক্ষের আক্রমণ থেকে—তাই তো ‘বডিগার্ড’ তকমা।

মায়ামি সদ্য মন্ট্রিয়ালকে হারিয়ে দুর্দান্ত ফর্মে আছে এবং সামনে তাদের ম্যাচ নিউ ইংল্যান্ড রেভ্যলুশনের বিপক্ষে। এর মধ্যেই যদি ডি পলের মতো তারকা দলে আসেন, তবে তা হবে এমএলএসের এক বড় চমক।

মেসিকে ধরে রাখতে তার ‘বডিগার্ড’ ডি পলকে দলে টানার পরিকল্পনা নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ। যদিও চুক্তি নিয়ে জটিলতা থাকবেই, তবুও মায়ামির এই চেষ্টাই প্রমাণ করে—মেসির ছায়া যতটা মাঠে, তার চেয়েও বেশি বড় মার্কেটিং ও ভবিষ্যৎ পরিকল্পনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী খোকন দাস হত্যা, আদালতে ৩ আসামির স্বীকারোক্তি

ওসমান হাদির হত্যাকারী ফয়সালের সন্ধান দিলেন ডিবি প্রধান

জেলা দায়িত্বশীলদের প্রতি যে নির্দেশনা দিল জমিয়ত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘লোক প্রশাসন’ দিবস উদযাপিত

চট্টগ্রাম-৯ / আপিল করবেন ‘যুক্তরাষ্ট্রের নাগরিক’ জামায়েত প্রার্থী ফজলুল হক

আ.লীগ নেতা গ্রেপ্তার

অংশীদারিত্ব ছাড়া শাসন ব্যবস্থার রূপান্তর হবে না : জেএসডি

সিডনিতে স্মিথের রাজত্ব, এক ইনিংসে ভাঙলেন কয়েকটি ইতিহাস

চবিতে তেপান্তর সাহিত্য সভার প্রশিক্ষণ কর্মশালা

১০

জনগণের কল্যাণের জন্যই আমার রাজনীতি : নুরুদ্দিন অপু

১১

লাক্সারি সোফা ছেড়ে মাটির চুলায় জয়া

১২

এনসিপির ৫ নেতার পদত্যাগ

১৩

বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির পাঠশালা : প্রিন্স

১৪

যে কারণে নির্বাচনে প্রার্থী হননি ইসলামী আন্দোলনের আমির

১৫

দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে ঐক্যবন্ধভাবে এগিয়ে যেতে হবে : শেখ আব্দুল্লাহ

১৬

শ্রমজীবী ও চালকদের মর্যাদা নিশ্চিতের আহ্বান রিজভীর

১৭

২৫ ঘণ্টায় যত টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

১৮

বিশ্বকাপে ভারতের ভিসা নিয়ে জটিলতায় পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা

১৯

বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X