কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান ও ঢাবি প্রো-ভিসির ছড়িয়ে পড়া ফোনালাপ কবেকার?

তারেক রহমান ও ড. মামুন আহমেদ। ছবি : সংগৃহীত
তারেক রহমান ও ড. মামুন আহমেদ। ছবি : সংগৃহীত

গত বছরের ৫ জুন হাইকোর্ট কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালের প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করলে ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জুলাই মাসে এ ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন তীব্র আকার ধারণ করে। মাত্র দুই মাসের মধ্যেই ৫ আগস্ট সরকারের পতন ঘটে। এই গণআন্দোলন পরে ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিতি পায়।

সম্প্রতি ঢাবির বর্তমান উপ-উপাচার্য ড. মামুন আহমেদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি ফোনালাপের অডিও রেকর্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি গত জুলাই আন্দোলনে দিকনির্দেশনার ফোনালাপ।

তবে এ তথ্য সঠিক নয় বলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারেক রহমানের সঙ্গে ড. মামুন আহমেদের আলোচিত ফোনালাপটি ২০২৪ সালের নয়, বরং এই অডিও ২০১৮ সালের।

আলোচিত ফোনকলের বিষয়ে অনুসন্ধানে, জাগোনিউজ২৪-এর ওয়েবসাইটে ২০১৮ সালের ১২ এপ্রিল ‘কোটাব্যবস্থা নিয়ে ঢাবি শিক্ষককে যা বললেন তারেক রহমান’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা গেছে, ‘২০১৮ সালের কোটা আন্দোলন চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটাব্যবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছিলেন।’ এই কথোপকথনের বিষয়টি একটি অনলাইন নিউজ পোর্টালের কাছে স্বীকার করেছেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেছেন, ‘মঙ্গলবার (১০ এপ্রিল ২০১৮) সন্ধ্যার পর তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে।’

পাশাপাশি ওই প্রতিবেদনে তারেক রহমানের সঙ্গে অধ্যাপক মামুন আহমেদের সম্পূর্ণ ফোনালাপ তুলে ধরা হয়, যার সঙ্গে আলোচিত ফোনালাপের হুবহু মিল দেখা যায়।

এ ছাড়া ২০১৮ সালের ১২ এপ্রিল ‘Bangla Voice24’ নামের একটি ইউটিউব চ্যানেলে এ ফোনকলের অডিও রেকর্ড পাওয়া যায়। যার সঙ্গেও আলোচিত ফোনালাপের মিল পাওয়া যায়।

একই দিন যমুনা টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ফোনালাপের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্য পাওয়া যায়। তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সমমনা কোনো শিক্ষককে আন্দোলনে সমর্থন দিতে বলেন, তাতে অন্যায়ের কিছু নেই।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একই বিষয়ে বলেন, ‘একটি যৌক্তিক আন্দোলনে সমর্থন দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের একজন উপদেষ্টা পরিষদের সদস্যকে তারেক রহমান ফোন দিতেই পারেন। এই ফোনালাপ স্বাভাবিক ঘটনা।’

অর্থাৎ আলোচিত ফোনালাপটি ২০১৮ সালের জানুয়ারি মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের প্রথম দফার সঙ্গে সম্পর্কিত।

সুতরাং ২০১৮ সালের কোটা আন্দোলন নিয়ে ড. মামুন আহমেদ ও তারেক রহমানের পুরোনো ফোনালাপ ২০২৪ সালের জুলাই আন্দোলনের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১০

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

১১

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

১২

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৩

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

১৪

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

১৫

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

১৬

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

১৭

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

১৮

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

১৯

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

২০
X