কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আয়নাঘর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা, দাবিটি সঠিক নয় 

প্রধান উপদেষ্টাকে নিয়ে তৈরি ভুয়া ফটোকার্ড। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টাকে নিয়ে তৈরি ভুয়া ফটোকার্ড। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আয়নাঘর পরিদর্শন করেছেন। এরই প্রেক্ষিতে, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে মূলধারার অনলাইন গণমাধ্যম বার্তা২৪ ডট কমের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

তবে এ ফটোকার্ড সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিউমর স্ক্যানার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক তথ্যে বা শিরোনামে বার্তা২৪ ডট কম কোনো ফটোকার্ড অথবা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে বার্তা২৪ ডট কমের ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিম জানায়, ওই ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা গেছে তাতে বার্তা২৪ ডট কমের লোগো রয়েছে এবং কার্ডটি প্রকাশের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৫।

বার্তা২৪ ডট কমের লোগো ও প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম। এ ছাড়াও, বার্তা২৪ ডট কমের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ওই দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড দেখা যায়নি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১২ জানুয়ারি গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া গেছে। ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা গেছে সম্প্রতি প্রকাশ হওয়া ফটোকার্ডটির সঙ্গে ওই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির পুরোপুরি মিল রয়েছে। তবে এই ফটোকার্ডের শিরোনামে ‘আয়নার পরিদর্শনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে শিরোনামে ‘পরিদর্শনের’ পরিবর্তে ‘উদ্বোধনের’ শব্দ উল্লেখ রয়েছে।

অর্থাৎ, বার্তা২৪ ডট কমের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, বার্তা২৪ ডট কম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে আলোচিত ফটোকার্ডটি তাদের নয়।

অতএব, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্ট’ শীর্ষক শিরোনামে বার্তা২৪ ডট কমের নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাক্তনের পাশে বসে বর্তমান প্রেমিকার নামে পূজা

৫ আগস্টের পর থেকে অপুর সঙ্গে যোগাযোগ নেই : উপদেষ্টা আসিফ

কক্সবাজার ইস্যুতে ‘গরম’ ছিল এনসিপির সাধারণ সভা 

সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে প্রায় ২০০০ কোটি টাকার প্রশ্ন

গাজীপুরে এক বছরে বন্ধ ১০৬ কারখানা, অপরাধে জড়াচ্ছেন বেকার শ্রমিকরা

১০

সুপার কাপে নাটকীয় জয়ের পরও হতাশ পিএসজি কোচ

১১

ভারত যেন মুখোমুখি না হয় পাকিস্তানের—সাবেক পাক ক্রিকেটারের প্রার্থনা

১২

প্রধান বিচারপতির বাসায় মার্কিন রাষ্ট্রদূত

১৩

রাশিয়া / উদ্যান রক্ষায় আন্দোলনে নেমেছেন স্থানীয়রা

১৪

হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান?

১৫

সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

দুদকের অভিযানের পরে নড়েচড়ে বসেছে সিলেটের প্রশাসন

১৭

‘অপুকে নির্যাতন করে উপদেষ্টার নাম বলানো হয়েছে’

১৮

হাসপাতালে হিরো আলম

১৯

‘আসছে পানি ভাসছে মানুষ’, তিস্তার পানি বিপৎসীমার ওপরে

২০
X