মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আয়নাঘর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা, দাবিটি সঠিক নয় 

প্রধান উপদেষ্টাকে নিয়ে তৈরি ভুয়া ফটোকার্ড। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টাকে নিয়ে তৈরি ভুয়া ফটোকার্ড। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আয়নাঘর পরিদর্শন করেছেন। এরই প্রেক্ষিতে, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে মূলধারার অনলাইন গণমাধ্যম বার্তা২৪ ডট কমের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

তবে এ ফটোকার্ড সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিউমর স্ক্যানার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক তথ্যে বা শিরোনামে বার্তা২৪ ডট কম কোনো ফটোকার্ড অথবা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে বার্তা২৪ ডট কমের ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিম জানায়, ওই ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা গেছে তাতে বার্তা২৪ ডট কমের লোগো রয়েছে এবং কার্ডটি প্রকাশের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৫।

বার্তা২৪ ডট কমের লোগো ও প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম। এ ছাড়াও, বার্তা২৪ ডট কমের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ওই দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড দেখা যায়নি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১২ জানুয়ারি গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া গেছে। ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা গেছে সম্প্রতি প্রকাশ হওয়া ফটোকার্ডটির সঙ্গে ওই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির পুরোপুরি মিল রয়েছে। তবে এই ফটোকার্ডের শিরোনামে ‘আয়নার পরিদর্শনে প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে শিরোনামে ‘পরিদর্শনের’ পরিবর্তে ‘উদ্বোধনের’ শব্দ উল্লেখ রয়েছে।

অর্থাৎ, বার্তা২৪ ডট কমের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, বার্তা২৪ ডট কম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে আলোচিত ফটোকার্ডটি তাদের নয়।

অতএব, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্ট’ শীর্ষক শিরোনামে বার্তা২৪ ডট কমের নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১০

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

১১

থার্টি ফার্স্টে ‘নির্বিঘ্ন নগর’ রাখতে কড়া নিয়ন্ত্রণে সিএমপি

১২

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী

১৩

ধর্ম অবমাননার অজুহাত তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা জঘন্যতম কাজ : ধর্ম উপদেষ্টা

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে’ অনুষ্ঠিত

১৫

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা দিলেন ১৪৩ জন, জমা দেননি ৮৮ জন

১৬

আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

১৭

মাত্র ১ মিনিট দেরির কারণে মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থী!

১৮

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আসনে প্রার্থী হলেন তার স্ত্রী

১৯

ঢাকা-১২ / স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিএনপির নীরব

২০
X