স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সুপার কাপে নাটকীয় জয়ের পরও হতাশ পিএসজি কোচ

লুইস এনরিকে। ছবি : সংগৃহীত
লুইস এনরিকে। ছবি : সংগৃহীত

উয়েফা সুপার কাপে শিরোপা হাতে তুললেও আত্মতুষ্ট নন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ লুইস এনরিকে। বুধবার টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর কামব্যাক ও টাইব্রেকারে জয় পেলেও ম্যাচ শেষে সোজাসাপ্টা মন্তব্য তার—‘৮০ মিনিট আমরা জেতার যোগ্য ছিলাম না।’

ইতালির উদিনের স্টাডিও ফ্রিউলিতে ইউরোপের সেরা দুই প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের এই লড়াইয়ে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল ইউরোপা লিগজয়ী টটেনহ্যাম হটস্পার। দীর্ঘ ছুটির পর মাত্র ছয় দিনের অনুশীলনে নেমে পিএসজি যেন ছিল ছন্দহীন, যেখানে প্রতিপক্ষ টানা ছয় সপ্তাহের প্রস্তুতিতে ছিল শারীরিকভাবে অনেক এগিয়ে।

তবু শেষ ১০ মিনিটে ভাগ্য খুলে যায় ফরাসি জায়ান্টদের। ৮৫তম মিনিটে বদলি হিসেবে নামা লি কাং-ইনের নিচু শটে ব্যবধান কমে আসে। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের নাটকীয় গোল ম্যাচটিকে নিয়ে যায় টাইব্রেকারে—স্কোরলাইন তখন ২-২।

পেনাল্টি শুটআউটে শুরুটা ভালো ছিল না পিএসজির। প্রথম শটে ভিতিনহা ব্যর্থ হন, টটেনহ্যাম ২-০ তে এগিয়ে যায়। কিন্তু স্পার্সদের মিকি ফান দে ফেন ও ম্যাথিস টেল শট মিস করলে ম্যাচের মোড় ঘুরে যায়। টানা চারটি শট নিখুঁতভাবে জালে পাঠায় পিএসজি, আর শেষ শটটি জোরে জালে ঠুকেন নুনো মেন্ডেস—যা নিশ্চিত করে শিরোপা।

বিশেষ আলোচনায় ছিলেন নতুন গোলরক্ষক লুকাস শেভালিয়ে। লিল থেকে আসা এই ফরাসি গোলকিপার গিয়ানলুইজি দোন্নারুম্মার উত্তরসূরি হিসেবে প্রথম বড় মঞ্চেই জ্বলে উঠলেন। যদিও প্রথম গোলটি প্রতিহত করতে গিয়ে ক্রসবারে লাগিয়ে ফিরিয়েও দুর্ভাগ্যজনকভাবে গোল খেয়েছিলেন, আর দ্বিতীয় গোলটি ছিল তার ভুল বিচার। কিন্তু টাইব্রেকারে ফান দে ফেনের শট রুখে দিয়ে দলের প্রত্যাবর্তনের পথ তৈরি করেন তিনি।

এনরিকে শিষ্যদের মানসিক দৃঢ়তার প্রশংসা করেও বাস্তবতা মনে করিয়ে দেন, ‘টটেনহ্যাম দারুণ খেলেছে, তাদেরই জেতা উচিত ছিল। কিন্তু ফুটবল মাঝে মধ্যে অন্যায় হয়, আর শেষ মুহূর্তে আমরা সৌভাগ্যবান ছিলাম।’

পিএসজি মিডফিল্ডার ভিতিনহার কথায়ও ফুটে উঠল দলগত চেতনা—‘এটাই আসল দল হওয়ার সংজ্ঞা। কেউ ব্যর্থ হলে আরেকজন তাকে তুলে দাঁড় করায়। আজ আমি ব্যর্থ হয়েছিলাম, কিন্তু সতীর্থরা সেটা পুষিয়ে দিয়েছে।’

টটেনহ্যামের কাছে ৮৫ মিনিট পর্যন্ত ম্যাচ হারা অবধারিত মনে হলেও শেষমেশ উল্টে দিল পিএসজি—আর লুইস এনরিকের সতর্ক বাণী মনে করিয়ে দিল, শিরোপা জেতা যেমন সম্ভব, তেমনি হারিয়েও ফেলা সম্ভব যে কোনো মুহূর্তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির দিনেই পাইরেসির কবলে ‘ওয়ার-২’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বাড়ল

আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে : খেলাফত মজলিস

যাদের হজে নেওয়া যাবে না, জানালেন ধর্ম উপদেষ্টা

সালাহউদ্দিন কাদেরের ফাঁসি, জুডিসিয়াল মার্ডার : হুম্মাম

পদ্মার পানি বিপৎসীমায়, প্লাবিত নিম্নাঞ্চল

পাথর লুট : পরকালে দেওয়া হবে যে ভয়াবহ শাস্তি

দুই সন্তানের বাবাকে শিশু দেখিয়ে জামিনে মুক্তি

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীতে ফানুস ওড়ানোতে ডিএমপির নিষেধাজ্ঞা

১০

বাইডেনের ছেলেকে মামলার হুমকি দিলেন ট্রাম্পের স্ত্রী

১১

দীর্ঘ বিরতির পর ফিরছেন রুবেল

১২

মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবল লাইটার জাহাজ

১৩

প্রতারণার অভিযোগে ফের বিপাকে রাজ-শিল্পা

১৪

ক্লাব বিশ্বকাপের বোনাসের অংশ জোতার পরিবারকে দেবে চেলসি

১৫

জবির নওয়াব ফয়জুন্নেছা হলে মেডিকেল কার্যক্রম চালুর আবেদন

১৬

যারা নির্বাচন করবেন, তারা কেন সরকারে : রাশেদ খান

১৭

বঙ্গতে ‘ব্যাচেলর পয়েন্ট’

১৮

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের আয় করমুক্ত

১৯

সুপার কাপ ফাইনালে ফিলিস্তিনি শিশুদের পক্ষে উয়েফার ব্যানার

২০
X