স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ আলোচনায় সালাউদ্দিন!

মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি ও সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্সের পর্যালোচনা--মূলত দুটি এজেন্ডা নিয়ে আলোচনায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদ।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলা জাতয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে হবে এ সভা। অক্টোবরে ঘরের মাঠে হওয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে আলোচনায় হবে বোর্ড সভায়। এ ছাড়াও কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়েও আলোচনা হতে পারে।

ম্যাচ জয়ের হিসেবে নিজেদের সবচেয়ে ইতিহাসের সবচেয়ে ভালো বিশ্বকাপ কেটেছে বাংলাদেশের। এবার বেশি তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। তবে এ তিন জয়ের দুটিই আসে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

তবে সুপার এইটে জিততে পারেনি একটি ম্যাচও। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে গড়তে পারেনি বিন্দুমাত্র প্রতিরোধ। আফগানিস্তানের বিপক্ষে সেমির সমীকরণ হাতে নাগালে থাকলেও সেই টার্গেট তাড়া করার সাহস দেখায়নি টাইগাররা।

মিরপুরের ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে এ বোর্ড সভায় আলোচনা হতে পারে দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকা বেতন নেওয়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাজে সন্তুষ্ট নন অনেক বোর্ড পরিচালক।

তার অধীনে পরপর দুটি আইসিসির বৈশ্বিক আসরে ব্যর্থ বাংলাদেশ দল। বিদেশি কোচদের পিছনে কাড়িকাড়ি টাকা ঢেলেও যখন সাফল্য আসছে না, বিসিবির পরিচালকদের একাংশের চিন্তা দেশি কোচদের নিয়ে।

ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া ও দেশপ্রেমের দিক বিবেচনা করে দেশি কোচদের নিয়ে ভাবছে অনেক পরিচালক। যা তুলে ধরা হবে এ বোর্ড সভায়। এ দিকে মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আলোচনায় আসবে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের নামও।

তবে জাতীয় দলের কোচ হতে আগ্রহী নন খালেদ মাহমুদ সুজন। জানা গেছে আলোচনা উঠলে মোহাম্মদ সালাউদ্দিনের নাম প্রস্তাব করবেন তিনি। কারণ, বাংলাদেশের প্রায় প্রত্যক ক্রিকেটারের সঙ্গে কাজ করেছেন মোহম্মদ সালাউদ্দিন।

বর্তমানে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ফিল্ডিং কোচ। অফ ফর্মে থাকলে জাতীয় দলের অনেক ক্রিকেটার ছুটে যান তার কাছে।

তাই বোর্ড পরিচালকদের একাংশ মনে করছেন এমন একজন কোচের কাছে বাংলাদেশ দলকে তুলে দিলে দেশের ক্রিকেটের জন্য ভালোই হবে। তবে বোর্ড সভা থেকে কী সিদ্ধান্ত আসে তার জন্য অপেক্ষা করতে হবে।

বিকেলে ৩টায় শুরু হতে যাওয়া সভার সভাপত্বি করবেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 

পরীক্ষা স্থগিতের প্রতিবাদ / রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ 

যেসব লক্ষণ বলে দেয় আপনার সঙ্গী আপনার জন্য সঠিক নয়

ডাস্টার দিয়ে পিটিয়ে ছাত্রীকে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল

ছোট বাথরুমকে বড় দেখানোর সহজ কিছু উপায়

অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি গেলেন না ফেরার দেশে

ড. ইউনূসের দ্বৈত দায়িত্বে ‘স্বার্থের সংঘাত’ দেখছেন সালাহউদ্দিন

বাড়তে পারে জ্বালানি তেলের চাহিদা

বৃহস্পতিবার খোলা থাকবে শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান : মালিক সমিতি

১০

আমীর খসরুর আসনে লড়তে চান এনসিপি নেতা যুবরাজ 

১১

‘যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে’

১২

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন

১৩

কপ৩০ সম্মেলন / জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা

১৪

আজ সেই ভয়াল ১২ নভেম্বর / ‘বাংলার মানুষ কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ’

১৫

সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার কতটা ঝুঁকি

১৬

সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করছে বাংলাদেশ

১৭

বাংলাদেশ ছাড়ার আগে বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গামিনির

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

১৯

অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ

২০
X