বেসবল-বাস্কেটবলের দেশ নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট টি-টোয়েন্টি প্রতিযোগিতা। প্রথমবারের মতো মাঠে গড়ানো এমএলসি লিগে আফগান লেগ স্পিনার রশিদ খানকে ধোলাই দিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন।
মঙ্গলবার (২৬ জুলাই) রাতে অনুষ্ঠিত ম্যাচে এমআই নিউইয়র্কের বিপক্ষে চার বল বাকি থাকতে দুই উইকেটের জয় তুলে নিয়েছে ক্লাসেনের সিয়াটল ওরকাস। প্রথম ব্যাটার হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ইতিহাস গড়লেন হেনরিক ক্লাসেন। সেঞ্চুরির পথে আফগান তারকা স্পিনার রশিদ খানের ১ ওভারে ২৬ রান নেন আফ্রিকার ব্যাটার।
যুক্তরাষ্ট্রের মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৪৪ বলে ১১০ রানে অপরাজিত ইনিংস খেলেন ক্লাসেন। তার টর্নেডো ইনিংসে ৯ চার ও ৭ ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার।
টি-টোয়েন্টির বিশেষজ্ঞ বোলার রশিদ খানের বলে চারটি ছক্কা মারেন ক্লাসেন। ১৬তম ওভারে তিন ছক্কা ও এক চারে ২৬ রান তোলেন এই সেঞ্চুরিয়ান। অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্লাসেন।
মন্তব্য করুন