ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশে আওয়ামী লীগের শাসনকাল। আর তাতেই পরিবর্তনের হাওয়া বইছে দেশের সব জায়গায়। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃৃহস্পতিবার (৮ জুলাই) শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করেন সোহান। পোস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অভিনন্দন জানিয়েছেন গঠন হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টাকেও।
অন্তর্বর্তীকালীন সরকারের তালিকায় ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি দেখে ভালো লাগার কথা জানিয়ে সোহান লিখেছেন, ‘ইনশাআল্লাহ নতুন প্রজন্মের অংশগ্রহণে এগিয়ে যাবে ভবিষ্যৎ বাংলাদেশ।'
৮ আগস্ট রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। প্রধান উপদেষ্টা পরে শপথ বাক্য পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। তবে বাকি ৩ উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ নিতে না পারলেও, পরে শপথ নেবেন তারা। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর নবগঠিত সরকার নিয়ে আস্থার কথা জানিয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
মন্তব্য করুন