ক্রিকেট একটি অদ্ভুত খেলা। বিচিত্র সব রেকর্ড প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ২২ গজের এই ‘ভদ্রলোকের খেলায়’। তেমনি এক বিচিত্র রেকর্ড দেখা গেল আফগানিস্তানে। এবার এক ওভারে দেখা গেল সাত ছক্কার সঙ্গে একটি চার। ওভারে ওয়াইড-নো বল মিলিয়ে এলো ৪৮ রান।
এক ওভারে ছয় ছক্কা মেরেছেন রবি শাস্ত্রী, হর্ষল গিবস, যুবরাজ সিংরা। কিন্তু এক ওভারে সাত ছক্কা! এমনটাই ঘটেছে কাবুল প্রিমিয়ার লিগে। আফগান ব্যাটার সিদিকুল্লাহ অটল রীতিমতো তাণ্ডব চালিয়েছেন স্পিনার আমির জাজাইয়ের ওপর।
শাহিন হান্টার্স বনাম আবাসিন ডিফেন্ডার্স ম্যাচে ঘটেছে এই ঘটনা। ম্যাচের ১৮তম ওভার শেষে বড় রানের জন্য লড়াই করছিল শাহিন হান্টার্স। ওই সময় বোলিংয়ে আসেন ডিফেন্ডার্সের আমির জাজাই। তার এক ওভারেই দুইশত রানের কোটা পেরিয়ে যায় শাহিন হান্টার্স।
তার প্রথম বলেই ছক্কা মারেন অটল। আম্পায়ার নো-বল ডাকেন। পরের বলটি ওয়াইড করেন জাজাই। সেই বলও বাউন্ডারিতে যায়। পরের ছয়টি বলে ছয়টি ছক্কা মারেন অটল। ফলে এক ওভারে ৪৮ রান ওঠে। সেই ওভারের আগে ৪৩ বলে ৭১ রানের মাথায় খেলছিলেন অটল। এক ওভারেই শতরান করেন তিনি। মাত্র ৪৮ বলে। প্রিমিয়ার লিগে যে ইনিংস তিনি খেলেছেন তার পরে হয়তো আফগানিস্তানের জাতীয় দলের দরজা আরও খুলে গেল অটলের জন্য।
আফগানিস্তানের জাতীয় দলের হয়ে যদিও অভিষেক হয়ে গেছে অটলের। চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি।
মন্তব্য করুন