স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম নিয়ে পিসিবি সভাপতির ক্ষোভ  

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম নিয়ে হতাশ । ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম নিয়ে হতাশ । ছবি : সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্টিত হবে আইসিসির এই আসর। তবে আসর শুরুর ৫ মাস আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোর অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক উন্নতির ওপর জোর দিয়েছেন।

সম্প্রতি লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনের সময় নকভি সেখানে থাকা সুবিধাসমূহের নিম্নমানের ব্যাপারে খোলাখুলিভাবে সমালোচনা করেন এবং জানান, পাকিস্তানের কোনো স্টেডিয়ামই বর্তমানে আন্তর্জাতিক মানের নয়।

‘আমাদের স্টেডিয়াম এবং বিশ্বজুড়ে অন্যান্য স্টেডিয়ামের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। কোনো স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের নয়,’ নকভি বলেন। তিনি উল্লেখ করেন যে অনেক ভেন্যুতে পর্যাপ্ত আসন ও শৌচাগারের অভাব রয়েছে এবং অনেক দর্শক দূর থেকে খেলা দেখতে বাধ্য হন, যা তাদের কাছে ৫০০ মিটার দূর থেকে খেলা দেখার মতো অনুভূত হয়।

এর প্রতিক্রিয়ায় ও আইসিসির আসরকে সামনে রেখে পিসিবি ১২.৮ বিলিয়ন রুপির একটি পুনর্নির্মাণ প্রকল্প শুরু করেছে, যা লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়াম এবং করাচির ন্যাশনাল স্টেডিয়ামকে আধুনিক করবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন (এফডব্লিউও) এবং নকভি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে নতুন স্টেডিয়ামের এই সুবিধাগুলো শিগগিরই বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর মতো হবে।

‘এফডব্লিউও দল দিনরাত কাজ করছে। আমরা আমাদের স্টেডিয়ামগুলোকে শীর্ষ স্তরের ভেন্যুতে রূপান্তর করতে বদ্ধপরিকর। আমাদের প্রথম অগ্রাধিকার হলো আন্তর্জাতিক মানের মৌলিক সুবিধা প্রদান করা,’ নকভি সাংবাদিকদের জানান।

এছাড়াও, পিসিবি আর্ন্তজাতিক মানের সুবিধার জন্য স্টেডিয়ামগুলোর পাশে একটি হোটেল তৈরির পরিকল্পনাও করছে, যেখানে টুর্নামেন্টের সময় দলগুলো থাকতে পারবে। যদিও এতে কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে নকভি আত্মবিশ্বাসী যে আট-দলীয় এই টুর্নামেন্টের আগে হোটেলের নির্মাণকাজ শেষ হবে। ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই উন্নয়নগুলোকে পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা সফলভাবে একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে এবং বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের কাছে একটি আধুনিক, বিশ্বমানের ইমেজ উপস্থাপন করতে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১০

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১১

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১২

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৩

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৪

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৫

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৬

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৭

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৮

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৯

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

২০
X