স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম নিয়ে পিসিবি সভাপতির ক্ষোভ  

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম নিয়ে হতাশ । ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম নিয়ে হতাশ । ছবি : সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্টিত হবে আইসিসির এই আসর। তবে আসর শুরুর ৫ মাস আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোর অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক উন্নতির ওপর জোর দিয়েছেন।

সম্প্রতি লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনের সময় নকভি সেখানে থাকা সুবিধাসমূহের নিম্নমানের ব্যাপারে খোলাখুলিভাবে সমালোচনা করেন এবং জানান, পাকিস্তানের কোনো স্টেডিয়ামই বর্তমানে আন্তর্জাতিক মানের নয়।

‘আমাদের স্টেডিয়াম এবং বিশ্বজুড়ে অন্যান্য স্টেডিয়ামের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। কোনো স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের নয়,’ নকভি বলেন। তিনি উল্লেখ করেন যে অনেক ভেন্যুতে পর্যাপ্ত আসন ও শৌচাগারের অভাব রয়েছে এবং অনেক দর্শক দূর থেকে খেলা দেখতে বাধ্য হন, যা তাদের কাছে ৫০০ মিটার দূর থেকে খেলা দেখার মতো অনুভূত হয়।

এর প্রতিক্রিয়ায় ও আইসিসির আসরকে সামনে রেখে পিসিবি ১২.৮ বিলিয়ন রুপির একটি পুনর্নির্মাণ প্রকল্প শুরু করেছে, যা লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়াম এবং করাচির ন্যাশনাল স্টেডিয়ামকে আধুনিক করবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন (এফডব্লিউও) এবং নকভি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে নতুন স্টেডিয়ামের এই সুবিধাগুলো শিগগিরই বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর মতো হবে।

‘এফডব্লিউও দল দিনরাত কাজ করছে। আমরা আমাদের স্টেডিয়ামগুলোকে শীর্ষ স্তরের ভেন্যুতে রূপান্তর করতে বদ্ধপরিকর। আমাদের প্রথম অগ্রাধিকার হলো আন্তর্জাতিক মানের মৌলিক সুবিধা প্রদান করা,’ নকভি সাংবাদিকদের জানান।

এছাড়াও, পিসিবি আর্ন্তজাতিক মানের সুবিধার জন্য স্টেডিয়ামগুলোর পাশে একটি হোটেল তৈরির পরিকল্পনাও করছে, যেখানে টুর্নামেন্টের সময় দলগুলো থাকতে পারবে। যদিও এতে কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে নকভি আত্মবিশ্বাসী যে আট-দলীয় এই টুর্নামেন্টের আগে হোটেলের নির্মাণকাজ শেষ হবে। ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই উন্নয়নগুলোকে পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা সফলভাবে একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে এবং বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের কাছে একটি আধুনিক, বিশ্বমানের ইমেজ উপস্থাপন করতে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : ড. রেদোয়ান

৪৭তম বিসিএস পেছানোর দাবিতে আবারো রেল অবরোধ রাবি শিক্ষার্থীদের

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

হাসপাতালের উদ্দেশে খালেদা জিয়া

খামেনিকে হত্যাচেষ্টার ষড়যন্ত্র, অভিযোগ দুই দেশের বিরুদ্ধে

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

টেস্ট জয়ের পরও বাংলাদেশের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিখোঁজ

হাসিনা-কামালকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

১০

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১১

পায়ে শিকল বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

১৩

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

১৪

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখুন

১৫

যে ৮ লক্ষণে বুঝবেন তিনি এখনো আপনাকে ভুলতে পারেননি

১৬

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে পরিকল্পনা জানালেন তারেক রহমান

১৭

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

১৮

সেমিতে হেরে বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ

১৯

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

২০
X