স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম নিয়ে পিসিবি সভাপতির ক্ষোভ  

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম নিয়ে হতাশ । ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম নিয়ে হতাশ । ছবি : সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্টিত হবে আইসিসির এই আসর। তবে আসর শুরুর ৫ মাস আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোর অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক উন্নতির ওপর জোর দিয়েছেন।

সম্প্রতি লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনের সময় নকভি সেখানে থাকা সুবিধাসমূহের নিম্নমানের ব্যাপারে খোলাখুলিভাবে সমালোচনা করেন এবং জানান, পাকিস্তানের কোনো স্টেডিয়ামই বর্তমানে আন্তর্জাতিক মানের নয়।

‘আমাদের স্টেডিয়াম এবং বিশ্বজুড়ে অন্যান্য স্টেডিয়ামের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। কোনো স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের নয়,’ নকভি বলেন। তিনি উল্লেখ করেন যে অনেক ভেন্যুতে পর্যাপ্ত আসন ও শৌচাগারের অভাব রয়েছে এবং অনেক দর্শক দূর থেকে খেলা দেখতে বাধ্য হন, যা তাদের কাছে ৫০০ মিটার দূর থেকে খেলা দেখার মতো অনুভূত হয়।

এর প্রতিক্রিয়ায় ও আইসিসির আসরকে সামনে রেখে পিসিবি ১২.৮ বিলিয়ন রুপির একটি পুনর্নির্মাণ প্রকল্প শুরু করেছে, যা লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়াম এবং করাচির ন্যাশনাল স্টেডিয়ামকে আধুনিক করবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন (এফডব্লিউও) এবং নকভি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে নতুন স্টেডিয়ামের এই সুবিধাগুলো শিগগিরই বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর মতো হবে।

‘এফডব্লিউও দল দিনরাত কাজ করছে। আমরা আমাদের স্টেডিয়ামগুলোকে শীর্ষ স্তরের ভেন্যুতে রূপান্তর করতে বদ্ধপরিকর। আমাদের প্রথম অগ্রাধিকার হলো আন্তর্জাতিক মানের মৌলিক সুবিধা প্রদান করা,’ নকভি সাংবাদিকদের জানান।

এছাড়াও, পিসিবি আর্ন্তজাতিক মানের সুবিধার জন্য স্টেডিয়ামগুলোর পাশে একটি হোটেল তৈরির পরিকল্পনাও করছে, যেখানে টুর্নামেন্টের সময় দলগুলো থাকতে পারবে। যদিও এতে কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে নকভি আত্মবিশ্বাসী যে আট-দলীয় এই টুর্নামেন্টের আগে হোটেলের নির্মাণকাজ শেষ হবে। ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই উন্নয়নগুলোকে পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা সফলভাবে একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে এবং বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের কাছে একটি আধুনিক, বিশ্বমানের ইমেজ উপস্থাপন করতে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X