লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটিং-বোলিং নৈপুণ্যে বি-লাভ ক্যান্ডিকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গল টাইটান্স।
মঙ্গলবার (১ আগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে ৮৩ রানে জিতেছে সাকিবের দল। গল টাইটান্সের ১৮০ রানের জবাবে ক্যান্ডি মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়। ব্যাট হাতে ২১ বলে ৩০ রানের পর বল হাতে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন সাকিব।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে টাইটান্স। টপ-অর্ডার ব্যাটারা ভালো শুরু করতে পারেনি। ১০ ওভারের মধ্যেই ৬০ রান তুলতে তিন উইকেট হারিয়ে ফেলে গল। এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব। নিউজিল্যান্ডের টিম সেইফার্টের সঙ্গে ৫২ বলে ৯৫ রানের দারুণ এক জুটি গড়েন। ইনিংসের ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের ওভারে টানা দুটি ছয় মারেন সাকিব। রান আউট হওয়ার আগে ২১ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিবের আউটের পর ৫ চার ও সমান ছক্কায় গলকে ১৮০ রানের বড় সংগ্রহ এনে দেন সেইফার্ট। এই কিউই ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
গলের ১৮০ রানের জবাবে মাত্র ৯৭ রানে অলআউট হয় ক্যান্ডি। ক্যান্ডির হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আশেন বান্দারা। এ ছাড়া ইসুরু উদানা ১৬ ও ওপেনার থানুকা ডাবারের ১২ রান সংগ্রহ করেন। টাইটান্সের হয়ে সাকিব, রাজিথা, এনগারাভা ও তাবরাইজ শামসি প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।
মন্তব্য করুন