স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৩০৮ রানের লিডে দিন শেষে শক্ত অবস্থানে ভারত

রোহিতকে ফেরান তাসকিন। ছবি : সংগৃহীত
রোহিতকে ফেরান তাসকিন। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের চিপকে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি শেষ হয়েছে ভারতের নিয়ন্ত্রণে। রেকর্ড ১৭ উইকেট পতনের দিনে দ্রুত এগিয়েছে ম্যাচটি। প্রথম দিনে ৩৩৯/৬ অবস্থায় থাকা ভারত আজ সকালে মাত্র ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে গুটিয়ে যায়। তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বল করেন, হাসান ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। তবে, ভারতের বোলাররা ছিলেন দিনটির মূল আকর্ষণ, মাত্র দেড় সেশনে ১৪৯ রানে বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ২২৭ রানের বিশাল লিড নিয়ে নেয় ভারত।

বাংলাদেশের ইনিংস শুরুর দিক থেকেই বিপর্যয় শুরু হয়। প্রথম ওভারেই জাসপ্রিত বুমরাহের বলে বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম। এরপর আকাশ দীপ পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন, ফলে ২৬/৩ স্কোরে বাংলাদেশের অবস্থা নাজুক হয়ে পড়ে। লাঞ্চের পর মোহাম্মদ সিরাজ এবং বুমরাহ আরও একটি করে উইকেট নিয়ে চাপ বাড়ান, বাংলাদেশ তখন ৪০/৫ অবস্থায়।

হাফ-সেঞ্চুরির পার্টনারশিপ গড়ে সাকিব আল হাসান এবং লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে রবীনদ্র জাদেজার বুদ্ধিদীপ্ত ফিল্ড সেটিংয়ের কারণে দুজনেই দ্রুত আউট হন। লিটন সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন, আর সাকিব রিভার্স সুইপ করার চেষ্টায় আউট হন। এরপর বাংলাদেশের নিচের সারির ব্যাটাররা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি, এবং ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ।

ফলো অন না করিয়ে, ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এবং আগ্রাসী শুরু করে। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা প্রথম ওভারেই বাউন্ডারি মারেন, কিন্তু দুজনেই পরে কট বিহাইন্ড আউট হন। এরপর শুভমান গিল এবং বিরাট কোহলি ইনিংসকে স্থির করতে এগিয়ে আসেন। তবে শেষ সেশনে মেহেদী হাসান মিরাজের বলে কোহলি এলবিডব্লিউ আউট হন, যদিও রিপ্লেতে দেখা যায় বল তার ব্যাটে লেগেছিল, কিন্তু কোন এক অজানা কারণে তারা রিভিউ নেয়নি।

ঋষাভ পান্ত এসে কিছু আগ্রাসী শট খেলেন, একটি চার ও একটি ছক্কা হাঁকান। শুভমান গিল এ সময় দৃঢ়ভাবে ব্যাটিং করে যান। দিনের শেষে ভারত ৩০৮ রানের লিড নিয়েছে এবং আগামীকাল আরও বড় লিড গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে বের করে দিতে চাইবে।

ম্যাচ দ্রুত এগিয়ে চলায়, স্পষ্ট যে বাংলাদেশকে হার এড়াতে অলৌকিক কিছু করতে হবে। ভারতের শক্তিশালী লিড ও ব্যাটিং লাইনআপ দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর লক্ষ্য থাকবে। আগামীকালের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো নিয়ে টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X