স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৩০৮ রানের লিডে দিন শেষে শক্ত অবস্থানে ভারত

রোহিতকে ফেরান তাসকিন। ছবি : সংগৃহীত
রোহিতকে ফেরান তাসকিন। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের চিপকে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি শেষ হয়েছে ভারতের নিয়ন্ত্রণে। রেকর্ড ১৭ উইকেট পতনের দিনে দ্রুত এগিয়েছে ম্যাচটি। প্রথম দিনে ৩৩৯/৬ অবস্থায় থাকা ভারত আজ সকালে মাত্র ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে গুটিয়ে যায়। তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বল করেন, হাসান ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। তবে, ভারতের বোলাররা ছিলেন দিনটির মূল আকর্ষণ, মাত্র দেড় সেশনে ১৪৯ রানে বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ২২৭ রানের বিশাল লিড নিয়ে নেয় ভারত।

বাংলাদেশের ইনিংস শুরুর দিক থেকেই বিপর্যয় শুরু হয়। প্রথম ওভারেই জাসপ্রিত বুমরাহের বলে বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম। এরপর আকাশ দীপ পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন, ফলে ২৬/৩ স্কোরে বাংলাদেশের অবস্থা নাজুক হয়ে পড়ে। লাঞ্চের পর মোহাম্মদ সিরাজ এবং বুমরাহ আরও একটি করে উইকেট নিয়ে চাপ বাড়ান, বাংলাদেশ তখন ৪০/৫ অবস্থায়।

হাফ-সেঞ্চুরির পার্টনারশিপ গড়ে সাকিব আল হাসান এবং লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে রবীনদ্র জাদেজার বুদ্ধিদীপ্ত ফিল্ড সেটিংয়ের কারণে দুজনেই দ্রুত আউট হন। লিটন সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন, আর সাকিব রিভার্স সুইপ করার চেষ্টায় আউট হন। এরপর বাংলাদেশের নিচের সারির ব্যাটাররা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি, এবং ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ।

ফলো অন না করিয়ে, ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এবং আগ্রাসী শুরু করে। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা প্রথম ওভারেই বাউন্ডারি মারেন, কিন্তু দুজনেই পরে কট বিহাইন্ড আউট হন। এরপর শুভমান গিল এবং বিরাট কোহলি ইনিংসকে স্থির করতে এগিয়ে আসেন। তবে শেষ সেশনে মেহেদী হাসান মিরাজের বলে কোহলি এলবিডব্লিউ আউট হন, যদিও রিপ্লেতে দেখা যায় বল তার ব্যাটে লেগেছিল, কিন্তু কোন এক অজানা কারণে তারা রিভিউ নেয়নি।

ঋষাভ পান্ত এসে কিছু আগ্রাসী শট খেলেন, একটি চার ও একটি ছক্কা হাঁকান। শুভমান গিল এ সময় দৃঢ়ভাবে ব্যাটিং করে যান। দিনের শেষে ভারত ৩০৮ রানের লিড নিয়েছে এবং আগামীকাল আরও বড় লিড গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে বের করে দিতে চাইবে।

ম্যাচ দ্রুত এগিয়ে চলায়, স্পষ্ট যে বাংলাদেশকে হার এড়াতে অলৌকিক কিছু করতে হবে। ভারতের শক্তিশালী লিড ও ব্যাটিং লাইনআপ দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর লক্ষ্য থাকবে। আগামীকালের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো নিয়ে টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

১০

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

১১

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

১২

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

১৩

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

১৪

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

১৫

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

১৬

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

১৭

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১৮

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১৯

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

২০
X