বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের পদ ছাড়লেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। এশিয়া কাপেও খেলবেন না তামিম।
অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দু’পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন তামিম। সম্প্রতি দেখা দিয়েছে কোমরে ব্যথা। যে কারণে লন্ডনে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে দু’দিন আগে দেশে ফেরেন তিনি। চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রাম শেষে ধীরে ধীরে অনুশীলনে ফেরার পরামর্শ দিয়েছেন।
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর নিজ শহর চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পর দিনই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। দেড় মাসের ছুটি নিয়ে সপরিবার চলে যান দুবাইয়ে। সেখান থেকেই লন্ডনে গিয়ে ডাক্তার দেখিয়ে গত সোমবার বিকেলে দেশে ফেরেন তামিম।
মন্তব্য করুন