ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেরিতে হলেও ভালো সিদ্ধান্ত বিসিবির : আশরাফুল

মোহাম্মদ আশরাফুল। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আশরাফুল। ছবি : সংগৃহীত

দু’বছর আগেও একসঙ্গে খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনরা। ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে একেক জন ছিলেন একক দলে। তবে এবার ভিন্ন রোলে দেখা মিল জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে। প্রথমবার কোচ হিসেবে সৌম্য, সাইফউদ্দিনদের অনুশীলন করালেন আশরাফুল। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে যোগ দিলেন তিনি। তবে স্বপ্নটা তার জাতীয় দলের হয়ে কাজ করানো। সেজন্য সময় নিতে চান। একই সঙ্গে দেরিতে হলেও বিসিবি যে স্থানীয় কোচের গুরুত্ব বুঝেছে—সেজন্য প্রশংসা করেছেন তিনি। কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ বানানোকে ইতিবাচক মনে করছেন আশরাফুল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এক যুগের বেশি সময় পর জাতীয় দলের কোচিং প্যানেলে মোহাম্মদ সালাহউদ্দিন। নারীদের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে খুব শিগগির যোগ দেবেন সারোয়ার ইমরানও। আপাতত নারীদের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আছেন তিনি। ধীরে ধীরে জাতীয় দলের বিভিন্ন পর্যায়ে স্থানীয় কোচদের যুক্ত করার আশ্বাস দিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। জাতীয় দলের কোচিং প্যানেলে স্থানীয়দের যুক্ত করাকে ইতিবাচক মনে করেন আশরাফুল, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’

দুই যুগের বেশি সময় পেশাদার ক্রিকেটের সঙ্গে ছিলেন আশরাফুল। এবার কোচ হিসেবেও ক্রিকেটেই থাকছেন তিনি। তবে শুরুটা হচ্ছে রংপুর রাইডার্সের সঙ্গে গ্লোবাল সুপার লিগে। এরপর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করবেন তিনি। তবে এখন কোচিংয়ের খুঁটিনাটি শিখতে চান এবং পরবর্তীতে জাতীয় দলেও কাজ করতে চান তিনি, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’

অবশ্য বিসিবির কোচিং রাডারে প্রচুর স্থানীয় কোচেরা কাজ করেন। কিন্তু জাতীয় দলে তাদের সেভাবে সুযোগ হয়নি কখনো। এবার সালাহউদ্দিনকে দিয়ে সে বৃত্ত ভাঙবে এমন প্রত্যাশা আশরাফুলদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X