ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেরিতে হলেও ভালো সিদ্ধান্ত বিসিবির : আশরাফুল

মোহাম্মদ আশরাফুল। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আশরাফুল। ছবি : সংগৃহীত

দু’বছর আগেও একসঙ্গে খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনরা। ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে একেক জন ছিলেন একক দলে। তবে এবার ভিন্ন রোলে দেখা মিল জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে। প্রথমবার কোচ হিসেবে সৌম্য, সাইফউদ্দিনদের অনুশীলন করালেন আশরাফুল। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে যোগ দিলেন তিনি। তবে স্বপ্নটা তার জাতীয় দলের হয়ে কাজ করানো। সেজন্য সময় নিতে চান। একই সঙ্গে দেরিতে হলেও বিসিবি যে স্থানীয় কোচের গুরুত্ব বুঝেছে—সেজন্য প্রশংসা করেছেন তিনি। কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ বানানোকে ইতিবাচক মনে করছেন আশরাফুল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এক যুগের বেশি সময় পর জাতীয় দলের কোচিং প্যানেলে মোহাম্মদ সালাহউদ্দিন। নারীদের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে খুব শিগগির যোগ দেবেন সারোয়ার ইমরানও। আপাতত নারীদের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আছেন তিনি। ধীরে ধীরে জাতীয় দলের বিভিন্ন পর্যায়ে স্থানীয় কোচদের যুক্ত করার আশ্বাস দিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। জাতীয় দলের কোচিং প্যানেলে স্থানীয়দের যুক্ত করাকে ইতিবাচক মনে করেন আশরাফুল, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’

দুই যুগের বেশি সময় পেশাদার ক্রিকেটের সঙ্গে ছিলেন আশরাফুল। এবার কোচ হিসেবেও ক্রিকেটেই থাকছেন তিনি। তবে শুরুটা হচ্ছে রংপুর রাইডার্সের সঙ্গে গ্লোবাল সুপার লিগে। এরপর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করবেন তিনি। তবে এখন কোচিংয়ের খুঁটিনাটি শিখতে চান এবং পরবর্তীতে জাতীয় দলেও কাজ করতে চান তিনি, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’

অবশ্য বিসিবির কোচিং রাডারে প্রচুর স্থানীয় কোচেরা কাজ করেন। কিন্তু জাতীয় দলে তাদের সেভাবে সুযোগ হয়নি কখনো। এবার সালাহউদ্দিনকে দিয়ে সে বৃত্ত ভাঙবে এমন প্রত্যাশা আশরাফুলদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফটারশক হতে পারে কি না জানালেন আবহাওয়াবিদ

ভূমিকম্পের পর যে বার্তা দিলেন তাসকিন-জামাল ভূঁইয়া

সাগরে লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাসে নতুন তথ্য

ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

‘ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি’

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করিনি : পরিবেশ উপদেষ্টা

ভূমিকম্পে কেরানীগঞ্জে হেলে পড়েছে ৭ তলা ভবন

১৫ বছর ধরে অচল পবিপ্রবিতে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু 

১০

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত

১১

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

১২

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

১৩

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

১৪

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

১৫

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

১৬

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

১৭

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

১৮

ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

১৯

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

২০
X