স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:০১ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের দিনে টাইগারদের রোমাঞ্চকর জয়

দুর্দান্ত বোলিং করেছেন শেখ মাহেদী। ছবি : সংগৃহীত
দুর্দান্ত বোলিং করেছেন শেখ মাহেদী। ছবি : সংগৃহীত

বিজয়ের ৫৩ বছর পূর্তির প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট দল দেশবাসীকে উপহার দিল এক স্মরণীয় জয়। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে স্থানীয় সময় ১৫ ডিসেম্বর রাতে টাইগারদের জয়ের মুহূর্তটি যেন বাংলাদেশের বিজয় দিবসের উৎসবে নতুন মাত্রা যোগ করল।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সম্প্রতি ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশের বোলিং বিভাগ ছিল ব্যাপক সমালোচনার মুখে। ৩২১ রানের পাহাড়সম স্কোর করেও বোলারদের ব্যর্থতায় সেই ম্যাচ হেরেছিল দল। তবে এবারের টি-টোয়েন্টিতে বোলারদের পারফরম্যান্সই হয়ে উঠল জয়ের চাবিকাঠি। শুরু থেকেই টানটান উত্তেজনার ম্যাচে বোলাররা নিজেদের সেরাটা দিয়েই দলের জয় নিশ্চিত করলেন।

সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ১৪৭ রান করে। ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৪০ রানে। বাংলাদেশের সফলতম বোলার ছিলেন শেখ মাহেদী হাসান। তিনি নেন চার উইকেট।

ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১০ রান। ক্রিজে ছিলেন ভয়ঙ্কর রভম্যান পাওয়েল এবং রোমারিও শেফার্ড। তবে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আসে। দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন পাওয়েল, আর সেই ক্যাচটি ধরেন লিটন দাস। এরপর আলজারি জোসেফকে বোল্ড করে জয় নিশ্চিত করেন হাসান।

সম্প্রতি ওয়ানডে সিরিজে বোলিং লাইনআপ নিয়ে সমালোচনা চলছিল। তবে এই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেট হিসেবে স্বল্প রানের টার্গেটে টাইগার বোলাররা নিজেদের প্রমাণ করলেন। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখেন তারা। প্রথম ওভারেই মাত্র ১ রান দেন হাসান মাহমুদ। এরপর তাসকিন আহমেদ ব্রেন্ডন কিংকে মিড অফে ক্যাচ বানিয়ে দেন। শেখ মেহেদী হাসানের স্পিনে আরও দুটি উইকেট হারায় ক্যারিবীয়রা। পাওয়ারপ্লের শেষ ওভারে মেহেদীর বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আন্দ্রে ফ্লেচার ও রস্টন চেজ।

মেহেদী হাসান তার ৪ ওভারের স্পেলে মাত্র ১৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। তার এই দুর্দান্ত স্পেলেই বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

৬১ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে পাওয়েল ও শেফার্ড ম্যাচ জমিয়ে তোলেন। দুজনের ৩৩ বলে ৬৭ রানের জুটি শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছিল। কিন্তু তাসকিনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাউন্ডারি লাইনে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেফার্ড।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আকিল হোসেন ও ওবেড ম্যাকয়ের বোলিংয়ে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে জাকের আলী অনিক ও সৌম্য সরকারের ৪২ বলে ৫৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ দিকে শামীম পাটোয়ারী ২৭ রানের ঝড়ো ইনিংসে ৩টি ছক্কা ও ১টি চার মেরে দলের স্কোর ১৪৭ রানে নিয়ে যান।

এই সংগ্রহ শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৬ (সৌম্য ৪৩, শামীম ২৭, জাকের ২৭; আকিল ২/১৩)

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৫ ওভারে ১৪০ (পাওয়েল ৬০, শেফার্ড ২২; মেহেদী ৪/১৩, হাসান ২/১৮)

ফল:বাংলাদেশ ৭ রানে জয়ী।

ম্যাচসেরা: শেখ মেহেদী হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১০

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১১

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১২

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১৩

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১৪

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করা হবে : মাহফুজ

১৬

শজিমেক হাসপাতালের উপ-পরিচালকের পদায়ন স্থগিতের দাবি

১৭

সিলেটে পাথর লুটে ১৩৭ নাম

১৮

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

১৯

ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসী, শীর্ষে যে দেশ

২০
X