রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির উগ্র আচরণে ভারত চাপে পড়েছে, মন্তব্য গাভাস্কারের

সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

সিডনি টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ান দর্শকদের উসকানিমূলক আচরণের প্রতিক্রিয়ায় বিরাট কোহলির ‘স্যান্ডপেপার’ ইঙ্গিত কেবল তার জন্যই নয়, বরং পুরো ভারতীয় দলকে সমালোচনার মুখে ফেলে দিয়েছে বলে মনে করছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, কোহলির এই ধরনের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়ার ফলে ভারতীয় দলের অন্য খেলোয়াড়রাও অস্ট্রেলিয়ান সমর্থকদের টার্গেটে পরিণত হন।

সিডনি মর্নিং হেরাল্ডে লেখা এক কলামে গাভাস্কার বলেছেন, ‘কোহলিকে বুঝতে হবে, মাঠে তার প্রতিক্রিয়া কেবল তার উপর নয়, তার সতীর্থদের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করে। তারা তখন অস্ট্রেলিয়ান দর্শকদের লক্ষ্যবস্তু হয়ে যায়।’

সিডনি টেস্টে কোহলি তার ট্রাউজারের খালি পকেট বের করে ২০১৮ সালে ঘটে যাওয়া 'স্যান্ডপেপার গেট' কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করেন, যা নিয়ে তখন থেকেই বিতর্ক চলছে। গাভাস্কারের মতে, এই ধরনের আচরণ ক্রিকেটের চেতনাবিরুদ্ধ এবং দলকে অযথা চাপের মধ্যে ফেলে দেয়।

এর আগেও বক্সিং ডে টেস্টে ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিষিক্ত ক্রিকেটার স্যাম কনস্টাসকে কাঁধের গুঁতো দেন কোহলি, যা নিয়েও সমালোচনা হয়। গাভাস্কার বলেন, ‘এটি খেলার অংশ নয়। ভারতীয়রা কখনোই প্রতিক্রিয়া দিতে ভয় পায় না, তবে এখানে প্রতিক্রিয়ার প্রয়োজন ছিল না। দর্শকদের উদ্দেশ্য খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে অপমান করা নয়, বরং তারা মাঠে মজা করতে আসে। তাই তাদের প্রতিক্রিয়ায় উত্তেজিত হওয়া একজন খেলোয়াড়ের জন্য কোনোভাবেই ভালো কিছু বয়ে আনে না, বরং ক্ষতি করে।’

গাভাস্কার শুধু কোহলির আচরণই নয়, তার পারফরম্যান্সকেও কড়া ভাষায় সমালোচনা করেছেন। পাঁচ ম্যাচের এই সিরিজে ২৩.৭৫ গড়ে মাত্র ১৯০ রান করেছেন কোহলি, যেখানে তার একমাত্র শতক এসেছে পার্থ টেস্টে (১০০ রান)। বাকি আটবার তিনি অফ-স্টাম্পের বাইরে বল তাড়া করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অবস্থা আরও করুণ। তিনি তিনটি টেস্ট খেললেও ব্যাট হাতে ছিলেন একেবারেই ব্যর্থ, ৬ গড়ে মাত্র ৩১ রান করেছেন। সিরিজের প্রথম টেস্টে না থাকলেও শেষ ম্যাচে নিজেই নিজেকে দল থেকে বাদ দেন, যা নিয়ে গাভাস্কার প্রশ্ন তুলেছেন।

গাভাস্কার বলেন, ‘কোহলির অফ-স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট হওয়ার প্রবণতা তার ব্যাটিংয়ে বড় সমস্যা তৈরি করেছে। রোহিত শর্মার ক্ষেত্রেও একই অবস্থা। তিনি নিজের ব্যর্থতা মেনে নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু এর ফলে তার টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেছে।’

রোহিতের টেস্ট নেতৃত্ব নিয়ে গাভাস্কারের বক্তব্য ইঙ্গিত দেয় যে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) সামনে এখন নতুন অধিনায়ক খোঁজার প্রয়োজন হতে পারে। তার মতে, এই সিরিজে ভারতের দুই সিনিয়র ব্যাটারই ব্যর্থ হয়েছেন এবং এখন সময় এসেছে দল তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করবে।

অস্ট্রেলিয়া সফরে ভারতের পারফরম্যান্স হতাশাজনক হলেও গাভাস্কারের মতে, এটি শুধুমাত্র একটি ব্যর্থ সিরিজ নয়, বরং ভারতীয় ক্রিকেটের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে সিনিয়র খেলোয়াড়দের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১০

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১১

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১২

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৩

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৪

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৫

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৬

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

১৭

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

১৮

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

১৯

রাজধানীতে চলন্ত বাসে আগুন

২০
X