স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু বরিশালের

তামিম-মালান সহজেই জয় এনে দিয়েছে বরিশালকে। ছবি : সংগৃহীত
তামিম-মালান সহজেই জয় এনে দিয়েছে বরিশালকে। ছবি : সংগৃহীত

ঢাকা ও সিলেট পর্বের পর বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল এর ২১তম ম্যাচে ফরচুন বরিশাল ৮ উইকেট হাতে রেখে দারুণ জয় তুলে নিয়েছে। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল মাত্র ১৬ ওভারেই ম্যাচ জিতে নেয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। তবে তাদের ইনিংসটা শুরু থেকেই ছন্দহীন ছিল। আগের ম্যাচে শতক হাঁকানো ওপেনার লিটন দাস মাত্র ১৭ বলে ১৩ রান করে আউট হন। অন্যদিকে, মুনিম শাহরিয়ার (০) ও কোৎজে (৮) তাড়াতাড়ি আউট হয়ে ঢাকাকে আরও চাপে ফেলে দেন।

মাঝের ওভারে সাব্বির রহমান (১০) এবং অধিনায়ক থিসারা পেরেরা (০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একমাত্র আরেক ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬২ রান। শেষদিকে ফারমানউল্লাহ সাফি দলের হয়ে কিছুটা লড়াই করেন, ১৬ বলে ২২ রান করে। তবে বরিশালের বোলারদের দারুণ পরিকল্পনার সামনে ঢাকা ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে যায়।

বরিশালের বোলারদের মধ্যে তানভীর ইসলাম ছিলেন দুর্দান্ত। ৩ ওভারে ৩৯ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। ফাহিম আশরাফ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট এবং জাহানদাদ খান ৩.৩ ওভারে মাত্র ১৫ রানে ১ উইকেট নেন।

১৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ফরচুন বরিশালের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনার তামিম ইকবাল ৪৮ বলে ৬১ রান করে দলের ভিত্তি গড়ে দেন। তার সঙ্গী নাজমুল হোসেন শান্ত (২) দ্রুত ফিরে গেলেও ডেভিড মালান দারুণ ব্যাটিং করেন। তিনি ৪১ বলে অপরাজিত ৪৯ রান করেন।

ম্যাচ শেষ করার সময় মালানের সঙ্গে ছিলেন জাহানদাদ খান, যিনি ৪ বলে অপরাজিত ১৩ রান করেন। বরিশাল ১৬ ওভারে ১৪৫ রান করে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

ঢাকার বোলাররা খুব একটা প্রভাব রাখতে পারেনি। থিসারা পেরেরা ৩ ওভারে ২৫ রানে ১ উইকেট নিলেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। এছাড়া অতিরিক্ত ১৫ রান দিয়ে ঢাকার বোলাররা নিজেদের চাপ আরও বাড়িয়ে তোলে।

এই জয়ের ফলে ফরচুন বরিশাল টেবিলের অবস্থান আরও মজবুত করেছে। অন্যদিকে, ঢাকার জন্য এটি ছিল আরও একটি হতাশাজনক পারফরম্যান্স। তাদের জন্য টুর্নামেন্টে ফিরে আসা এখন রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

১০

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

১১

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১২

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১৩

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১৪

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৫

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৬

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৭

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৮

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

১৯

খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

২০
X