স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু বরিশালের

তামিম-মালান সহজেই জয় এনে দিয়েছে বরিশালকে। ছবি : সংগৃহীত
তামিম-মালান সহজেই জয় এনে দিয়েছে বরিশালকে। ছবি : সংগৃহীত

ঢাকা ও সিলেট পর্বের পর বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল এর ২১তম ম্যাচে ফরচুন বরিশাল ৮ উইকেট হাতে রেখে দারুণ জয় তুলে নিয়েছে। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল মাত্র ১৬ ওভারেই ম্যাচ জিতে নেয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। তবে তাদের ইনিংসটা শুরু থেকেই ছন্দহীন ছিল। আগের ম্যাচে শতক হাঁকানো ওপেনার লিটন দাস মাত্র ১৭ বলে ১৩ রান করে আউট হন। অন্যদিকে, মুনিম শাহরিয়ার (০) ও কোৎজে (৮) তাড়াতাড়ি আউট হয়ে ঢাকাকে আরও চাপে ফেলে দেন।

মাঝের ওভারে সাব্বির রহমান (১০) এবং অধিনায়ক থিসারা পেরেরা (০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একমাত্র আরেক ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬২ রান। শেষদিকে ফারমানউল্লাহ সাফি দলের হয়ে কিছুটা লড়াই করেন, ১৬ বলে ২২ রান করে। তবে বরিশালের বোলারদের দারুণ পরিকল্পনার সামনে ঢাকা ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে যায়।

বরিশালের বোলারদের মধ্যে তানভীর ইসলাম ছিলেন দুর্দান্ত। ৩ ওভারে ৩৯ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। ফাহিম আশরাফ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট এবং জাহানদাদ খান ৩.৩ ওভারে মাত্র ১৫ রানে ১ উইকেট নেন।

১৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ফরচুন বরিশালের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনার তামিম ইকবাল ৪৮ বলে ৬১ রান করে দলের ভিত্তি গড়ে দেন। তার সঙ্গী নাজমুল হোসেন শান্ত (২) দ্রুত ফিরে গেলেও ডেভিড মালান দারুণ ব্যাটিং করেন। তিনি ৪১ বলে অপরাজিত ৪৯ রান করেন।

ম্যাচ শেষ করার সময় মালানের সঙ্গে ছিলেন জাহানদাদ খান, যিনি ৪ বলে অপরাজিত ১৩ রান করেন। বরিশাল ১৬ ওভারে ১৪৫ রান করে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

ঢাকার বোলাররা খুব একটা প্রভাব রাখতে পারেনি। থিসারা পেরেরা ৩ ওভারে ২৫ রানে ১ উইকেট নিলেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। এছাড়া অতিরিক্ত ১৫ রান দিয়ে ঢাকার বোলাররা নিজেদের চাপ আরও বাড়িয়ে তোলে।

এই জয়ের ফলে ফরচুন বরিশাল টেবিলের অবস্থান আরও মজবুত করেছে। অন্যদিকে, ঢাকার জন্য এটি ছিল আরও একটি হতাশাজনক পারফরম্যান্স। তাদের জন্য টুর্নামেন্টে ফিরে আসা এখন রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে বেদম পেটালো মোহাম্মদপুরের কিশোর গ্যাং

কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে চিটাগং কিংসের আইনি নোটিশ

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা 

‘মানবতাবিরোধী আসামি বিরত থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব’

পাবিপ্রবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত

দিল্লির পদক্ষেপে নজর রাখছে ঢাকা

শেখ মুজিবকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী এক্সে পোস্ট করেছে কি?

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

দ্বিতীয় দিনেও জ্বলছে তোফায়েল আহমদের বাড়ি, চলছে লুটপাট 

ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত

১০

বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের কী সুখবর দিলেন সিনিয়র সচিব

১১

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদদের স্মরণে জবি শিবিরের দোয়া মাহফিল

১২

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ধানমন্ডি ৩২’

১৩

ইয়ামাহা শোরুম রুবেল এক্সপ্রেস পরিদর্শন করেছেন খুলনা টাইগার্সের খেলোয়াড়রা

১৪

রাতে একসঙ্গে মদপান, সকালে ৩ জনের মৃত্যু

১৫

শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন : মেজর হাফিজ

১৬

ন্যাশনাল পিপলস যুব পার্টির ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় জামায়াতের নিন্দা

১৮

এই সময় শিশুদের স্বাস্থ্য সমস্যা ও করণীয়

১৯

হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ

২০
X