স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অজিদের সাথে লড়াই করেও বাংলাদেশের হার

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

মাত্র ৯১ রানের লক্ষ্য, কিন্তু তা তাড়া করতে গিয়েও বেগ পেতে হলো শক্তিশালী অস্ট্রেলিয়ার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ২ উইকেটে হেরেছে বাংলাদেশের জুনিয়র বাঘিনীরা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৯ উইকেটে ৯১ রান। দলের পক্ষে আফিয়া আসিমা সর্বোচ্চ ২৯ রান করেন। তবে, ব্যাটারদের ব্যর্থতায় এ রান বড় কোনো চ্যালেঞ্জ মনে হয়নি। তবুও বল হাতে দুর্দান্ত লড়াই দেখিয়েছেন জান্নাতুল মাওয়া ও তার সতীর্থরা।

রান তাড়ায় অস্ট্রেলিয়া প্রথম তিন ওভারেই ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওনের ব্যাটে ২৬ রান তুলে নেয়। তবে, ম্যাকিওন রানআউট হওয়ার পর থেকেই রানের গতি কমতে থাকে। এরপর পেলে (১৬) ফিরে গেলে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৫০ রান থেকে ৬৭ পর্যন্ত অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট।

শেষদিকে এলা ব্রিসকো ঠান্ডা মাথায় খেললেও ৮৬ রানে অষ্টম উইকেট হারিয়ে রোমাঞ্চকর অবস্থায় পড়ে অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে দরকার ছিল মাত্র ৪ রান। ফাহমিদা ছোঁয়ার করা ওভারে সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার নবম উইকেট ফেলার, কিন্তু মিড অফের ফিল্ডারের থ্রো স্টাম্প ভাঙতে ব্যর্থ হয়। এরপর শেষ ওভারে সহজেই ম্যাচ বের করে নেয় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের ব্যাটিংয়ে আফিয়া আসিমার ৩৪ বলের ২৯ রানের ইনিংসটি ছাড়া উল্লেখযোগ্য কিছু ছিল না। ওপেনার সুমাইয়া আক্তার করেন ১৩ বলে ১৩ রান। বল হাতে মাওয়া ছিলেন দুর্দান্ত, ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট।

‘ডি’ গ্রুপে বাংলাদেশের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল সুমাইয়ার দল। স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ৯১/৯ (আফিয়া ২৯, সুমাইয়া ১৩; উইলিয়ামসন ২/১২, ব্রে ২/১৮)।

অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ৯২/৮ (হ্যামিল্টন ৩০, পেলে ১৬; মাওয়া ৩/১৫, হাবিবা ১/১২, সোবা ১/১৮)।

ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : কফিল উদ্দিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত নজরুল / ‘যদি ফোন বন্ধ থাকে, ধরে নিও আমি বেঁচে নেই’

টাইফয়েড টিকা নিয়ে জরুরি ৫ প্রশ্নের সমাধান

টি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল 

দেশের এমবিবিএস শিক্ষায় সাইকিয়াট্রির গুরুত্ব কেন এত কম

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

খাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

হলি রোজারি চার্চে বোমা হামলার ঘটনায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নিন্দা 

১০

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?

১১

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

১২

জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না : আমান

১৩

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

১৪

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

১৫

জেহাদ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

১৬

গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ

১৭

কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপি

১৮

জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী

১৯

শান্তিতে নোবেল পাওয়া মাচাদোর রাজনৈতিক ইতিহাস

২০
X