স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অজিদের সাথে লড়াই করেও বাংলাদেশের হার

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

মাত্র ৯১ রানের লক্ষ্য, কিন্তু তা তাড়া করতে গিয়েও বেগ পেতে হলো শক্তিশালী অস্ট্রেলিয়ার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ২ উইকেটে হেরেছে বাংলাদেশের জুনিয়র বাঘিনীরা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৯ উইকেটে ৯১ রান। দলের পক্ষে আফিয়া আসিমা সর্বোচ্চ ২৯ রান করেন। তবে, ব্যাটারদের ব্যর্থতায় এ রান বড় কোনো চ্যালেঞ্জ মনে হয়নি। তবুও বল হাতে দুর্দান্ত লড়াই দেখিয়েছেন জান্নাতুল মাওয়া ও তার সতীর্থরা।

রান তাড়ায় অস্ট্রেলিয়া প্রথম তিন ওভারেই ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওনের ব্যাটে ২৬ রান তুলে নেয়। তবে, ম্যাকিওন রানআউট হওয়ার পর থেকেই রানের গতি কমতে থাকে। এরপর পেলে (১৬) ফিরে গেলে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৫০ রান থেকে ৬৭ পর্যন্ত অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট।

শেষদিকে এলা ব্রিসকো ঠান্ডা মাথায় খেললেও ৮৬ রানে অষ্টম উইকেট হারিয়ে রোমাঞ্চকর অবস্থায় পড়ে অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে দরকার ছিল মাত্র ৪ রান। ফাহমিদা ছোঁয়ার করা ওভারে সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার নবম উইকেট ফেলার, কিন্তু মিড অফের ফিল্ডারের থ্রো স্টাম্প ভাঙতে ব্যর্থ হয়। এরপর শেষ ওভারে সহজেই ম্যাচ বের করে নেয় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের ব্যাটিংয়ে আফিয়া আসিমার ৩৪ বলের ২৯ রানের ইনিংসটি ছাড়া উল্লেখযোগ্য কিছু ছিল না। ওপেনার সুমাইয়া আক্তার করেন ১৩ বলে ১৩ রান। বল হাতে মাওয়া ছিলেন দুর্দান্ত, ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট।

‘ডি’ গ্রুপে বাংলাদেশের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল সুমাইয়ার দল। স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ৯১/৯ (আফিয়া ২৯, সুমাইয়া ১৩; উইলিয়ামসন ২/১২, ব্রে ২/১৮)।

অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ৯২/৮ (হ্যামিল্টন ৩০, পেলে ১৬; মাওয়া ৩/১৫, হাবিবা ১/১২, সোবা ১/১৮)।

ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১০

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১১

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১২

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৩

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৫

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৬

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৭

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৮

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৯

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

২০
X