ক্রিকেট মাঠে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ৩-২ ব্যবধানে হেরে গিয়েছে রাহুল টিম ইন্ডিয়া। তাই তো আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে কড়া বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারের পর ফ্লোরিডার মায়ামিতে দুঘণ্টাব্যাপী বৈঠক করেন জয় শাহ-রাহুল দ্রাবিড়। দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ভারত দলের প্রধান কোচ দ্রাবিড়কে সাফ জানিয়ে দিয়েছেন, ঘরের মাঠে ভারতকে যেভাবেই হোক ওয়ানডে বিশ্বকাপ জিততেই হবে।
বিসিসিআই জানিয়েছে, দ্রাবিড় ও বোর্ড সচিব জয় শাহ শুধু সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছিলেন। তবে, একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভারতের প্রস্তুতি নিয়েই আলাপ করেছেন তারা। এমনকি কোচিং প্যানেলে নতুন কাউকে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন জয়।
রাহুল দ্রাবিড় ভারতের কোচ হওয়ার তিন ফরম্যাটে আটজন অধিনায়ক হয়েছেন। বারবার অধিনায়ক বদলের কারণে তাদের সঙ্গে কাজ করতে হয়েছে দ্রাবিড়ের। এ ছাড়াও চোট এড়াতে বিরাট কোহলি ও রোহিত শর্মা বারবার বিশ্রাম দিয়েছে ভারত কোচ।
সাবেক ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ দলের মধ্যে জয়ের ক্ষুধা ও আকাঙ্ক্ষার অভাব অনুভব করেছেন। তাছাড়া দলের বিবর্ণ পারফরম্যান্সের কারণে দ্রাবিড়ের কোচিংয়ে হতাশা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরে যায়। প্রথম দুই ম্যাচে হারার পর পঞ্চম ম্যাচে আবারো পরাজেয়ের স্বাদ পায় হার্দিক পান্ডিয়ার দল।
মন্তব্য করুন