স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সেমির পথ—কতটা কঠিন, কতটা বাস্তব?

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই শুরু হতে না হতেই বাংলাদেশ দলের সামনে দাঁড়িয়ে গেছে কঠিন সমীকরণ। গ্রুপ পর্বে মাত্র তিনটি ম্যাচ—এর মধ্যে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হার, সেমিফাইনালের স্বপ্নকে কিছুটা হলেও কঠিন করে তুলেছে টাইগারদের জন্য। কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি। আগামী দুই ম্যাচে জয় পেলে এখনো সেরা চারে যাওয়ার সুযোগ আছে, তবে হিসাব-নিকাশ বেশ জটিল।

বর্তমান পয়েন্ট টেবিল: কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ?

গ্রুপ ‘এ’ পয়েন্ট তালিকা

ক্রম দল ম্যাচ জয় হার পয়েন্ট রান রেট ১ নিউজিল্যান্ড ১ ১ ০ ২ ১.২০০ ২ ভারত ১ ১ ০ ২ ০.৪০৮ ৩ বাংলাদেশ ১ ০ ১ ০ -০.৪০৮ ৪ পাকিস্তান ১ ০ ১ ০ -১.২০০

পয়েন্ট তালিকায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে, বাংলাদেশ এবং পাকিস্তান এখনো জয়ের মুখ দেখেনি। তবে রান রেটের হিসেবে বাংলাদেশ পাকিস্তানের ওপরে আছে। বাকি দুটি ম্যাচেই জয় পেলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ উজ্জ্বল, কিন্তু হেরে গেলে বিদায় নিশ্চিত।

বাংলাদেশের সম্ভাবনা: কোন পথে যেতে হবে?

১. দুই ম্যাচেই জয়

যদি বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারাতে পারে, তাহলে পয়েন্ট হবে ৪। তবে ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জেতে, তাহলে এই তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন সেমিফাইনালে ওঠার লড়াই নির্ভর করবে নেট রান রেটের ওপর। তাই শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় পেলে সেরা চারে যাওয়ার সম্ভাবনা বাড়বে।

২. এক ম্যাচে জয়, এক ম্যাচে হার

বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের কাছে হারে, তাহলে সমীকরণ বেশ কঠিন হয়ে যাবে। কারণ, নিউজিল্যান্ডের পয়েন্ট তখন আগেই ২ থাকবে। একইভাবে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও সেমিফাইনালে যেতে হলে ভারতের পরবর্তী ম্যাচের ফলাফল এবং রান রেটের ওপর নির্ভর করতে হবে।

৩. দুই ম্যাচেই হার

এটা হলে কোনো হিসাব-নিকাশের দরকার নেই, বাংলাদেশ সরাসরি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে।

৪. পাকিস্তান-ভারত ম্যাচের প্রভাব

পাকিস্তান যদি ভারতের বিপক্ষে হেরে যায়, তাহলে বাংলাদেশ সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার ভালো সুযোগ পাবে। কিন্তু পাকিস্তান যদি ভারতকে হারায়, তাহলে সমীকরণ আরও কঠিন হয়ে যাবে এবং টাইগারদের নেট রান রেটের ওপর বাড়তি চাপ পড়বে।

ফাইনাল কথা—সমীকরণ সহজ নয়, তবে সুযোগ এখনো আছে

বাংলাদেশের সামনে পরিষ্কার বার্তা—পরবর্তী দুই ম্যাচ জিততে হবে, শুধু জিতলেই চলবে না, ভালো ব্যবধানে জিততে হবে। রান রেটের লড়াই যাতে না আসে, সেজন্য পাকিস্তান-ভারত ম্যাচের ফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

২৭ ফেব্রুয়ারির পাকিস্তান ম্যাচ হতে পারে বাঁচা-মরার লড়াই, তবে তার আগে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডকে হারানোই এখন টাইগারদের মূল চ্যালেঞ্জ। বাংলাদেশ কি পারবে এই কঠিন সমীকরণ উতরে যেতে? উত্তর মিলবে সামনের দুই ম্যাচেই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১০

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

১১

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১২

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১৩

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৪

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৫

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৬

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৭

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৮

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৯

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

২০
X