স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের সর্বশেষ অবস্থা জানালেন হাসপাতালের চিকিৎসক

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল ম্যাচচলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে গোটা দেশ। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচ চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন এই তারকা ব্যাটসম্যান। জরুরি চিকিৎসার পর তার হার্টে রিং বসানো হয়েছে।

সাভারে তামিম যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেই কেপিজি বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. রাজিব চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ তথ্য জানিয়ে বলেন, ‘তামিম ইকবাল ভাই আজকে সকালে সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে এখানে আনা হয় এবং চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে চিন্তা করি যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে না। বিভিন্ন কারণে ঢাকায় নেওয়া যায়নি। পরবর্তীতে তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। ওই অবস্থায়ই তিনি আবার আসেন। ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন, সব কিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশন এখন অনুকূলে আছে। তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তাই একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে উনার স্টেন্টিং খুব স্মুদলি ও এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মারুফ এই স্টেন্টিং করেছেন। এখন ওই ব্লকটা পুরোপুরি চলে গেছে। আমরা যেমনটা বলছিলাম, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পর এখন পর্যবেক্ষণে আছেন। ক্রিটিক্যাল অবস্থা এখনও কাটেনি। একটু সময় লাগবে। আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি।’

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুবুল আনাম বলেছেন, ‘প্রত্যেকটি ধাপে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তামিমের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

এছাড়া, তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও একটি পোস্টে ঘটনার বিস্তারিত জানানো হয়। পোস্ট অনুযায়ী, টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তিনি দলের ফিজিও ও ট্রেইনারকে বিষয়টি জানান। প্রথমে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করায় তিনি ওষুধ গ্রহণ করেন, তবে অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফেরেন।

তবে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শিপনের পরামর্শে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু অবস্থার গুরুতর অবনতি হলে তাকে দ্রুত সাভারের কেপিজি হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ব্লক শনাক্ত হয় এবং তাৎক্ষণিক এনজিওগ্রাম ও রিং বসানো হয়।

বর্তমানে তামিম ইকবাল কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত, সতীর্থ ও ক্রিকেট সংশ্লিষ্টরা দোয়া করছেন। তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু তায়েবা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতের নতুন দাবি

কেন এআই চ্যাটবট মাঝেমধ্যে ভুল উত্তর দেয়? জেনে নিন আসল রহস্য

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা / ‘যে প্রণোদনা দেওয়া হয় তাতে আমাদের কিছু হয় না’

জ্বরে ভুগছেন টাইগার ক্রিকেটার, দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

স্লোগান দেওয়া সেই তরুণীর পক্ষে লড়তে চান ফজলুর রহমান

প্রাথমিক অবস্থায় যে ৫ লক্ষণ দেখলে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-পাবনা সড়ক পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা

রিয়ালকে একা ফেলে সুপার লিগ ছাড়তে চাইছে বার্সা

১০

নিষেধাজ্ঞার খবরে আকাশছোঁয়া ইলিশের দাম

১১

বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১২

কানে ইয়ারফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন ইকরামুল, অতঃপর...

১৩

যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

১৪

দস্যুদের থেকে জিম্মি ৪ জেলে উদ্ধার

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ রাশেদের

১৬

জুমার দিনে ইসলামি বইমেলায় পাঠকদের ভিড়

১৭

ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

১৮

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি দেখবেন যেভাবে

১৯

১০ দিনের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন মা

২০
X