বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দাপুটে জয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত কিউইদের

কিউইদের বোলিংয়ের সামনে টিকতে পারেনি পাকিস্তান। ছবি : সংগৃহীত
কিউইদের বোলিংয়ের সামনে টিকতে পারেনি পাকিস্তান। ছবি : সংগৃহীত

হ্যামিল্টনের সেডন পার্কে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ২৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর পর পাকিস্তানকে অলআউট করে দেয় মাত্র ২০৮ রানে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই শক্ত অবস্থান তৈরি করে নিউজিল্যান্ড। ওপেনার নিক কেলি ও রিস মারিউয়ের উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। ২৩ বলে ৩১ রান করে কেলি আউট হলেও মারিউ থিতু হওয়ার চেষ্টা করেন। তবে ১৮ রান করে তিনিও ফিরে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিক দল।

মাঝে ড্যারিল মিচেল (১৮) এবং হেনরি নিকোলস (২২) দ্রুত আউট হলে ১০২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। তবে দলকে দারুণভাবে টেনে তোলেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল হায়। ৭৭ রানের কার্যকরী জুটি গড়ে দলের স্কোর বড় করতে ভূমিকা রাখেন তারা।

শেষদিকে মিচেল হায়ের ঝোড়ো ব্যাটিংয়ে কিউইদের স্কোর পৌঁছে যায় ২৯২ রানে। তিনি ৫১ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট নেন, তবে রান নিয়ন্ত্রণে ব্যর্থ হন বোলাররা।

২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। মাত্র ১ রানে ও’রউরকের বলে সাজঘরে ফেরেন আবদুল্লাহ শফিক। এরপর জ্যাকব ডাফির তোপে ইমাম-উল-হক (৩) এবং বাবর আজম (১) দ্রুত আউট হন।

মোহাম্মদ রিজওয়ান (৫) এবং সালমান আগা (৯) ও সঙ্গ দিতে ব্যর্থ হলে চাপে পড়ে পাকিস্তান। তায়্যাব তাহির ১৩ রান করে আউট হয়ে গেলে দলের ব্যাটিং একেবারে ভেঙে পড়ে।

তবে এক প্রান্তে দৃঢ়তা দেখান ফাহিম আশরাফ। তিনি ৮০ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তার সঙ্গে নাসিম শাহ ৫১ রানের চমকপ্রদ ইনিংস খেলে নবম উইকেটে ৬০ রানের জুটি গড়েন। কিন্তু তাদের প্রতিরোধ ভাঙেন বেন সিয়ার্স। ফাহিমের আউটে শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ২০৮ রানে থামে পাকিস্তানের ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে বেন সিয়ার্স ছিলেন দুর্দান্ত। ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। জ্যাকব ডাফিও ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে হোয়াইটওয়াশ এড়াতে দিতে হবে কঠিন লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

৩৫ ফুট গর্তে একাধিকবার পাঠানো হলো ক্যামেরা, দেখা যায়নি শিশুটিকে

তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক

জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

যেভাবে গভীর গর্তে পড়েছিল শিশুটি, জানালেন মা

২৬ টন পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

পুরোনো ফোন আমদানি নিয়ে সিদ্ধান্ত দিল সরকার

লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

আবার পিছিয়ে গেল ব্রাকসু নির্বাচন

১০

রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার

১১

জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

১২

এন‌ইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর, ফোন নিবন্ধন চলবে মার্চ পর্যন্ত

১৩

ডাকসুর সভায় গুম-খুন বন্ধে জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জাতীয় ঐক্যের দাবি

১৪

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে আত্মবিশ্বাসী সান্তোস

১৫

আবারও হাফেজ আনাসের বিশ্বজয়

১৬

ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে : তারেক রহমান

১৭

সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৮

পাশাপাশি ২ ভবন ধসে নিহত ১৯

১৯

১৪০ আসনে প্রার্থী দিল এনপিপি

২০
X