স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৪:০২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের মাটিতে ওয়াসিম জাফরের ক্রিকেট একাদশ

ওয়াসিম জাফর। ছবি : সংগৃহীত
ওয়াসিম জাফর। ছবি : সংগৃহীত

চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাস গড়েছে ভারত। চাঁর দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩। ভারতের এই ঐতিহাসিক অর্জনের আনন্দে উদ্বেলিত হয়েছে দেশটির ক্রিকেট অঙ্গন। তবে সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর একটু ভিন্নভাবে তার আনন্দ প্রকাশ করেছেন। চন্দ্রপৃষ্ঠকে আস্ত একটা ক্রিকেট পিচ বানিয়ে টুইট করেছেন সাবেক এই ব্যাটার।

বুধবার (২৩ আগস্ট) সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নিরাপদে মহাকাশযান চন্দ্রযান-৩ অবতরণ করে। চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করতেই পুরো ভারত উৎসবের আমেজে মেতে ওঠে। ক্রিকেটমহল অবশ্য এর বাইরে ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছে রথী-মহারথীরা।

ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় তারকা শচীন টেন্ডুলকার ইসরোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চন্দ্রযান দলকে অভিন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ভারতের সেরা বিষয়গুলোর প্রতিনিধিত্ব করে। বিনয়ী ও পরিশ্রমী এই নারী-পুরুষরা, হাতে হাত মিলিয়ে চ্যালেঞ্জ জয় করে ভারতের তেরঙ্গা পতাকাকে আরও মর্যাদায় আসীন করেছে। ভারতের আজ উদযাপনের দিন ও চন্দ্রযান দলকে অভিনন্দন জানানোর দিন।’

সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর শুরুতেই চন্দ্রযান দলকে অভিনন্দন জানান। তবে একটু পরেই রসিকতায় মেতে উঠেন এই সাবেক ব্যাটার। দ্বিতীয় টুইটে চন্দ্রপৃষ্ঠকে স্পিন বোলিং সহায়ক উইকেট বলেই ঘোষণা দিয়েছেন জাফর।

ওয়াসিম জাফর স্পিন উইকেটের কথা মাথায় রেখেই স্কোয়াড সাজান। একাদশে তিনজন স্পিনার, একজন পেসার ও একজন অলরাউন্ডারের সমন্বয়ে দল গড়ার পরামর্শ দেন। এমনকি চাঁদের মাটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে বলেন সাবেক ব্যাটার। কারণ হিসেবে উল্লেখ্য করেন সময় যত যাবে এই উইকেট ততই বোলিং সহায়ক হয়ে উঠবে।

ওয়াসিম জাফর বলেন, ‘এটি অবশ্যই আগে ব্যাট করার মতো উইকেট। আমি অবশ্যই তিন স্পিনার, একজন পেসার ও একজন অলরাউন্ডার নিয়ে দল সাজাতাম।’

দ্রুতই তার টুইটে জমে ওঠে আলোচনা। ক্রিকেটপ্রেমী ভারতীয়দের কৌতূহল কারা হবে সেই তিন স্পিনার, কে হবে সেই অলরাউন্ডার আর পেসার, আর ইনিংসে পাঁচ উইকেটই-বা পাবেন কে? তবে টুইটের উত্তরে রবীন্দ্র জাদেজাকে নিয়েও বাজি ধরে কেউ কেউ।

২০১৯ সালে প্রথমবার চাঁদে অবতরণের জন্য মহাকাশযান পাঠায় ভারত। চন্দ্রযান-২ নামক মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের জন্য পাঠিয়েছিল দেশটির মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো। কিন্তু সে অভিযান ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X