বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও রাজত্ব রিশাদের! বিলিংস-শাহীনরা মুগ্ধ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হয়ে গেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার স্যাম বিলিংস। লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুবাদে উইকেটের পেছন থেকে খুব কাছ থেকেই রিশাদের বোলিং দেখেছেন বিলিংস। আর প্রথম দেখাতেই এই টাইগার লেগির প্রশংসায় পঞ্চমুখ তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে রিশাদ প্রসঙ্গে এতটাই মুগ্ধতা প্রকাশ করেন বিলিংস, যে মাঝখানে সাংবাদিকদের কাছে ক্ষমা পর্যন্ত চেয়ে নেন। বললেন, ‘আমি এবারই প্রথম রিশাদের বোলিং দেখলাম। তার বয়সের একজন বোলারের কাছ থেকে এমন দক্ষতা অসাধারণ। সে সত্যিই দারুণ কিছু করছে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে রিস্টস্পিনারদের গুরুত্ব বোঝাতে গিয়ে বিলিংস রশিদ খানের উদাহরণ টেনে আনেন। রিশাদের সঙ্গে তুলনা করেই তিনি বলেন, ‘এর আগে আমাদের দলে রশিদ খান ছিল, মাঝের ওভারগুলোয় উইকেট এনে দিত। এবার রিশাদ ঠিক সেই জায়গায় আমাদের জন্য দুর্দান্ত পারফর্ম করছে। সে অসাধারণ বল করছে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে। এতে আমাদের পেসাররাও সুবিধা পাচ্ছে।’

লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিও রিশাদের প্রশংসা করতে ভোলেননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করছে। সে তাদের ভবিষ্যতের তারকা। মাঝের ওভারগুলোয় সে দুর্দান্ত বল করছে এবং প্রতিপক্ষের মিডল অর্ডারকে ভেঙে দিচ্ছে।’

শুধু তাই নয়, লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা তো আরও আবেগপ্রবণ। ম্যাচ শেষে ড্রেসিংরুমে রিশাদকে উদ্দেশ্য করে বললেন, ‘আমার বাংলাদেশি ভাই কোথায়? আমি তোমাকে ভালোবাসি। তুমি এখন টুর্নামেন্টের সেরা উইকেটশিকারী। আশা করছি, শেষ পর্যন্ত তুমিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হবে।’

পিএসএলে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসে বাজিমাত করেছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে একাদশে জায়গা না পেলেও পরের দুই ম্যাচে টানা তিনটি করে উইকেট তুলে নিয়েছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী এই তরুণ। ম্যাচ সেরার পুরস্কারের পাশাপাশি পেয়েছেন 'সুপার পাওয়ার অব দ্য ম্যাচ' খেতাবও।

দারুণ এই পারফরম্যান্সে শুধু লাহোর নয়, গোটা ক্রিকেট দুনিয়া তাকিয়ে আছে রিশাদের দিকে। তার বোলিং অ্যাকশন, গতি, আর আগ্রাসী মানসিকতা যে বাংলাদেশের জন্য বড় আশার বার্তা বয়ে আনছে — তা আর বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১০

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১১

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১২

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৩

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৪

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৫

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৬

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৭

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৮

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৯

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

২০
X