স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও রাজত্ব রিশাদের! বিলিংস-শাহীনরা মুগ্ধ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হয়ে গেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার স্যাম বিলিংস। লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুবাদে উইকেটের পেছন থেকে খুব কাছ থেকেই রিশাদের বোলিং দেখেছেন বিলিংস। আর প্রথম দেখাতেই এই টাইগার লেগির প্রশংসায় পঞ্চমুখ তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে রিশাদ প্রসঙ্গে এতটাই মুগ্ধতা প্রকাশ করেন বিলিংস, যে মাঝখানে সাংবাদিকদের কাছে ক্ষমা পর্যন্ত চেয়ে নেন। বললেন, ‘আমি এবারই প্রথম রিশাদের বোলিং দেখলাম। তার বয়সের একজন বোলারের কাছ থেকে এমন দক্ষতা অসাধারণ। সে সত্যিই দারুণ কিছু করছে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে রিস্টস্পিনারদের গুরুত্ব বোঝাতে গিয়ে বিলিংস রশিদ খানের উদাহরণ টেনে আনেন। রিশাদের সঙ্গে তুলনা করেই তিনি বলেন, ‘এর আগে আমাদের দলে রশিদ খান ছিল, মাঝের ওভারগুলোয় উইকেট এনে দিত। এবার রিশাদ ঠিক সেই জায়গায় আমাদের জন্য দুর্দান্ত পারফর্ম করছে। সে অসাধারণ বল করছে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে। এতে আমাদের পেসাররাও সুবিধা পাচ্ছে।’

লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিও রিশাদের প্রশংসা করতে ভোলেননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করছে। সে তাদের ভবিষ্যতের তারকা। মাঝের ওভারগুলোয় সে দুর্দান্ত বল করছে এবং প্রতিপক্ষের মিডল অর্ডারকে ভেঙে দিচ্ছে।’

শুধু তাই নয়, লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা তো আরও আবেগপ্রবণ। ম্যাচ শেষে ড্রেসিংরুমে রিশাদকে উদ্দেশ্য করে বললেন, ‘আমার বাংলাদেশি ভাই কোথায়? আমি তোমাকে ভালোবাসি। তুমি এখন টুর্নামেন্টের সেরা উইকেটশিকারী। আশা করছি, শেষ পর্যন্ত তুমিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হবে।’

পিএসএলে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসে বাজিমাত করেছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে একাদশে জায়গা না পেলেও পরের দুই ম্যাচে টানা তিনটি করে উইকেট তুলে নিয়েছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী এই তরুণ। ম্যাচ সেরার পুরস্কারের পাশাপাশি পেয়েছেন 'সুপার পাওয়ার অব দ্য ম্যাচ' খেতাবও।

দারুণ এই পারফরম্যান্সে শুধু লাহোর নয়, গোটা ক্রিকেট দুনিয়া তাকিয়ে আছে রিশাদের দিকে। তার বোলিং অ্যাকশন, গতি, আর আগ্রাসী মানসিকতা যে বাংলাদেশের জন্য বড় আশার বার্তা বয়ে আনছে — তা আর বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস 

সুপার সিক্সে বাংলাদেশ

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, এটি কীসের লক্ষণ?

এসএমইদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

দেশীয় সুতার কারখানা বন্ধ হলে আমদানি নির্ভর হয়ে পড়বে পোশাক খাত : বিটিএমএ

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

এটি শুধু একটি শিরোনাম নয়; সময়ের দাবি

১০

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

১১

এনআইডি সংশোধন কবে থেকে চালু, জানাল ইসি

১২

টানা ৩ দফা বৃদ্ধির পর দাম কমলো স্বর্ণের

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

১৪

২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক : আমিনুল ইসলাম

১৫

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

১৬

নির্বাচনী প্রচারের প্রথম দিনেই প্রার্থীর গাড়িতে হামলা

১৭

আইসিসি আমাদের সাথে সুবিচার করেনি : আসিফ নজরুল

১৮

রিট খারিজ / কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া

১৯

এবার পারসার সঙ্গে জুটি বাঁধলেন ইয়াশ

২০
X