টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে নারাজ টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে এই ছোট সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই ম্যাচের সিরিজে মাঠে নামবে বাংলাদেশ:
দুই ম্যাচই শুরু হবে রাত ৯টায় (বাংলাদেশ সময়)
এই সিরিজের মাধ্যমে পাকিস্তান সফরের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। এরপর শুরু হবে বাংলাদেশর পাকিস্তান সফর।
পাকিস্তান সফরের সূচিও এরই মধ্যে ঠিকঠাক হয়েছে। বাংলাদেশের ম্যাচ দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। সেই সফরের সূচি:
প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাত ৯টায় (বাংলাদেশ সময়)
এই সফর দুটি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হতে যাচ্ছে। প্রস্তুতির পাশাপাশি দল গঠনের চূড়ান্ত পরিকল্পনাও নির্ভর করতে পারে এই ম্যাচগুলোতে পারফরম্যান্সের উপর।
মন্তব্য করুন