আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। জাকির হোসেন ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে প্রথম পাঁচ ওভারের মধ্যেই বাংলাদেশের লিড ছাড়িয়েছে চারশ। শুরু থেকেই আফগান বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন ব্যাটাররা।
আজকে বাংলাদেশের লক্ষ্য থাকবে বড় সংগ্রহ করে আফগানদের এই টেস্টে আরো ব্যাকফুটে ফেলা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত আজকেও আছেন সেঞ্চুরির পথে । আজকে তিনি যদি শত রান করতে পারেন তাহলে মমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি এই কীর্তির অংশীদার হবেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৭৬ রানে তার সাথে ব্যাট করছেন ওপেনার জাকির হোসেন তার সংগ্রহ ৬৫ রান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৬৯ রান।
মন্তব্য করুন